রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ৩ জন আহত
রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক সহ ২ জন নিহত ও ৩ জন গুরুতর আহত হয়েছেন। উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের চান্দাইকোনা বাসস্ট্যান্ডের পাশে সোস্যাল ইসলামি ব্যাংকের সামনে রবিবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন, চান্দাইকোনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী রহিজুল ইসলাম (৫৯) ও অটো রিকশা চালক সাহেব আলী (৬১)। নিহত ভ্যান চালক বগুড়া জেলার শেরপুর উপজেলার মনছের আলীর ছেলে এবং উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী রহিজুল ইসলাম এিই উপলোর লাঙ্গলমোড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, দুপুর আড়াইটার দিকে অটো রিকশা যোগে একটি জানাযা নামাজে যাওয়ার পথে চান্দাইকোনা বাসস্ট্যান্ড এলাকার সোসাল ইসলামি ব্যাংক সংলগ্ন বাইপাসে বগুড়াগামী শাহ ফতেহ আলী বাস চাপা দিয়ে চলে গেলে অটো রিকশা চালকসহ ৪ জন গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় আহতদের মুমুর্ষাবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৫ টার দিকে রহিজুল ও সাহেব আলী মারা যান। গুরুতর আহত মধ্যবয়সী অপর দুইজনের অবস্থা আশংকাজনক। তবে তাদের পরিচয় জানা যায়নি।
এদিকে ঘাতক শাহ ফতেআলী পরিবহনের কোচটিকে ১ কিলোমিটার দূরে ফুট ভিলেজের সামনে দুমড়ে মুচড়ে যাওয়া ঝুলন্ত অটো ভ্যানসহ জনতা আটক করে। এ বিষয়ে হাটিকুমরুল থানার হাইওয়ে পুলিশ নিশ্চিত করে জানায়, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং ঘাতক কোচটিকে আটক করা হয়েছে,মামলার প্রস্তুতি চলছে।