রানীনগরে ব্র্যাক ওয়াশ কর্মসূচির আওতায় ইনসেপশন মিটিং অনুষ্ঠিত

আজ বৃহস্পতিবার ১৩/২/২০২৫ সকাল ১০ টায় উপজেলা নির্বাহি অফিসের আলোচনা সভা কক্ষে ব্র্যাকের উপজেলা ইনসেপশন মিটিং এর আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ রাকিবুল হাসান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা সহকারী প্রকৌশলী জনাব সুমন কুমার সমর, ভূমি কর্মকর্তা জনাব শেখ নওশাদ হাসান, ব্র্যাকের জেলা সমন্বয়ক জনাব সুমন কুমার, ব্র্যাক ওয়াশ কর্মসূচির জেলা ব্যবস্থাপক মোঃ সাজ্জাদ হোসেন, প্রোগ্রাম অর্গানাইজার মোঃ জায়ীদ আবেদীন বিশ্বাস ও সামিয়া তাবাচ্ছুম।
এছাড়াও উপজেলার বিভিন্ন শ্রেণীর কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় সভাপতি হিসেবে দেওয়া বক্তব্য উপজেলা নির্বাহি অফিসার মোঃ রাকিবুল হাসান বলেন,শিক্ষকদের শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ পানি, স্যানিটেশন ও হাইজিনকে গুরুত্ব দিয়ে কাজ করার নির্দেশ দেন।
এছাড়াও যে সকল প্রতিষ্ঠানে ব্র্যাক ওয়াশ কর্মসূচির আওতায় পাইপড ওয়াটারসহ বিভিন্ন সামগ্রী প্রয়োজন সে সকল বিদ্যালয়ের সাথে কাজ করার নির্দেশ দেন ব্র্যাক ওয়াশ কর্মসূচির কর্মকর্তাদের ।