রাণীনগর উপজেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা, আলোচনার কেন্দ্রবিন্দুতে পাভেল রহমান

নওগাঁ জেলার রাণীনগর উপজেলা বিএনপির ১০০ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে জেলা বিএনপি। নবগঠিত এই কমিটিকে ঘিরে দলের নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা ও আশাবাদের সৃষ্টি হয়েছে।
নতুন কমিটিতে ত্যাগী, পরীক্ষিত ও মাঠের রাজনীতিতে সক্রিয় নেতাদের মূল্যায়ন করা হয়েছে বলে মনে করছেন তৃণমূল নেতাকর্মীরা। তবে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এক পরিচিত মুখ—পাভেল রহমান।
দীর্ঘদিন রাজপথে সক্রিয়, কারানির্যাতিত এবং সংগঠনের প্রতি অটুট নিবেদিত এই নেতা প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
পাভেল রহমান দীর্ঘদিন জাতীয়তাবাদী সৈনিক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনে দায়িত্ব পালন করে আসছেন। দলীয় আন্দোলন-সংগ্রামে তার সাহসিক ভূমিকা এবং সাংগঠনিক দক্ষতার কারণে তিনি রাণীনগর উপজেলা জুড়ে জনপ্রিয় হয়ে ওঠেন।
স্থানীয় নেতাকর্মীরা তাকে ‘নতুন রক্ত’ এবং ‘ভবিষ্যতের সম্ভাবনাময় নেতৃত্ব’ হিসেবে অভিহিত করছেন।
তাদের মতে, মাঠ পর্যায়ের পরীক্ষিত এ নেতার অন্তর্ভুক্তি ভবিষ্যতে রাণীনগর উপজেলা বিএনপিকে আরও শক্তিশালী ও গতিশীল করবে।
নবনির্বাচিত কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ এছাহক আলী, সাধারণ সম্পাদক মোঃ মোসারব হোসেন এবং সাংগঠনিক সম্পাদক মোঃ মেজবা-উল-হক (লিটন) সহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দের এ সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন বিএনপি ঘরানার তৃণমূল কর্মীরা।
রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত, সাহসী, স্পষ্টবাদী ও সাংগঠনিকভাবে পরিপক্ক নেতৃত্ব হিসেবে পাভেল রহমানের মতো একজন নেতার অন্তর্ভুক্তি রাণীনগরের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে।