নওগাঁর আত্রাই উপজেলার কুশাতলা এলাকায় রাণীনগর ইয়ুথ অর্গানাইজেশনের উদ্যোগে অনুষ্ঠিত হলো ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন, ফ্রি মেডিকেল ক্যাম্প এবং ফ্রি ডায়াবেটিস পরীক্ষা। শুক্রবার (২৮ নভেম্বর ২০২৫) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলা এ আয়োজনকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। প্রত্যন্ত গ্রামের মানুষের জন্য এটি এক মানবিক উদ্যোগ হিসেবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
ক্যাম্পে প্রধান চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করেন ডা. ফরিদ এইচ খান—এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এমএস (রেসিডেন্ট), সিসিডি (বারডেম), পিজিটি (নিউরোমেডিসিন), সিএমইউ (আল্ট্রা), বিএমইউ (পিজি হাসপাতাল), ঢাকা। তিনি দিনব্যাপী দুস্থ, অসহায় ও দূরদূরান্ত থেকে আসা শতাধিক রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা ও স্বাস্থ্য পরামর্শ প্রদান করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, এলাকার কাছে অভিজ্ঞ চিকিৎসকের সেবা পাওয়া তাদের জন্য দুষ্কর। তাই ফ্রি চিকিৎসা গ্রহণের সুযোগ পেয়ে তারা অত্যন্ত আনন্দিত। চিকিৎসা নিতে আসা একাধিক ব্যক্তি বলেন, “চিকিৎসার খরচ বহন করা আমাদের জন্য কঠিন। রাণীনগর ইয়ুথ অর্গানাইজেশন এমন উদ্যোগ নেওয়ায় আমরা সত্যিকারের উপকার পেয়েছি।”
ক্যাম্পে বিনামূল্যে ব্লাড গ্রুপ পরীক্ষা করাতে পেরে অংশগ্রহণকারীরা বিশেষভাবে সন্তোষ প্রকাশ করেন। ক্যাম্প জুড়ে মানুষের ভিড় ছিল উপচে পড়া, যা আয়োজকদের উৎসাহ আরও বাড়িয়ে তোলে।
সংগঠনের সদস্যরা জানান, মানুষের মুখে হাসি ফোটানোই তাদের মূল লক্ষ্য। তারা বলেন, “গ্রামের মানুষের সুবিধার কথা মাথায় রেখে এ আয়োজন করেছি। মানুষের অংশগ্রহণ দেখে আমরা অভিভূত। ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।”
এসব কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনায় সংগঠনের তরুণ স্বেচ্ছাসেবকরা সার্বক্ষণিক মাঠে থেকে সহযোগিতা করেন। তাদের আন্তরিকতা ও তৎপরতায় সেবা নিতে আসা মানুষজন সন্তুষ্টি প্রকাশ করেন।
কুশাতলা এলাকায় এই মেডিকেল ক্যাম্প শুধু একটি স্বাস্থ্যসেবা কার্যক্রম নয়—এটি ছিল সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। মানবিক মূল্যবোধ, সহযোগিতা ও একতার বার্তা ছড়িয়ে দিয়ে রাণীনগর ইয়ুথ অর্গানাইজেশনের এই উদ্যোগ এলাকাবাসীর মনে ইতিবাচক ছাপ ফেলে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে স্বাস্থ্যসেবা কার্যক্রম আয়োজন করে তারা মানুষের পাশে দাঁড়াতে চায়।