নওগাঁর রাণীনগরে মৌসুমী সমৃদ্ধি কর্মসূচির আওতায় এবং বাংলাদেশ তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে সহযোগিতা করে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।
রোববার সকাল ৯টায় খট্টেশ্বর রাণীনগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা সমন্বয়কারী শাহীন আহমেদ। প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছাঃ চন্দনা শারমিন।
পরে ইউনিয়ন পরিষদ চত্বর, বটতলীর মোড়সহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ফলজ ও বনজ প্রজাতির ১২০টি চারা রোপণ করা হয়। একইসঙ্গে সাধারণ মানুষ, প্রবীণ ক্লাব, কৈশোর ক্লাব, সুশীল সমাজের প্রতিনিধি এবং জুলাই অভ্যুত্থানে আহতদের মাঝে পেয়ারা ও মেহগুনী গাছের চারা বিতরণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচি শেষে ইউনিয়ন পরিষদের হলরুমে “৩৬ জুলাইয়ের স্বপ্ন, নতুন বাংলাদেশে তারুণ্যের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমন্বয়কারী শাহীন আহমেদ। তিনি তার বক্তব্যে পরিবেশ রক্ষা, সামাজিক সচেতনতা ও নতুন বাংলাদেশ গঠনে তরুণদের করণীয় নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কর্মসূচি সমন্বয়কারী রায় প্রতাপ সেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা, প্রবীণ কমিটির সভাপতি আলহাজ্ব মুহিদুল ইসলাম, যুব কমিটির সভাপতি মোঃ নুরুল ইসলাম নয়ন ও বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, বৃক্ষরোপণের মাধ্যমে শুধু পরিবেশ নয়, তরুণদের নেতৃত্ব ও সমাজ উন্নয়নে অংশগ্রহণও নিশ্চিত করা সম্ভব।