নওগাঁর রাণীনগরে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘মৌসুমী’ এর উদ্যোগে দিনভর ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) শের-এ-বাংলা সরকারি মহাবিদ্যালয় মাঠে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় এ আয়োজন করা হয়।
সকাল ১০টায় উপজেলা প্রবীণ কমিটির সভাপতি ও অবসরপ্রাপ্ত শিক্ষক আখতারুজ্জামান মুকুল প্রতিযোগিতার উদ্বোধন করেন। উদ্বোধনের পরই শুরু হয় শিশুদের বিভিন্ন ইভেন্ট—১ম থেকে ২য় শ্রেণির শিক্ষার্থীদের ৪০ ও ৫০ মিটার দৌড়, দড়ি লাফ, মোরগ লড়াই এবং গণিত দৌড়। এসব ইভেন্টে শিশুদের উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।
এছাড়া যুব নারীদের বালিশ খেলা, ৭৫ মিটার দৌড় ও পাঞ্জা লড়াই এবং যুব পুরুষদের ১০০ মিটার দৌড় ও পাঞ্জা লড়াই অনুষ্ঠিত হয়। সবার অংশগ্রহণে সঙ্গীত ও নৃত্য প্রতিযোগিতাও আয়োজন করা হয়। পাশাপাশি মাঠে ফুটবল ও হ্যান্ডবল প্রতিযোগিতায় অংশ নেয় বিভিন্ন দলের খেলোয়াড়রা। দর্শকদের উপচে পড়া ভিড় এবং টানটান প্রতিযোগিতা পুরো মাঠে তৈরি করে উৎসবমুখর পরিবেশ।
দুপুরের পরে ছোট শিশুদের কবিতা আবৃত্তি, সাধারণ জ্ঞান, নৃত্যসহ নানা রঙিন আয়োজন অনুষ্ঠিত হয়। প্রবীণ নারী-পুরুষদের জন্য ছিল ঝুড়িতে বল নিক্ষেপ, বালিশ খেলা, বেলুন ফুটানো, বক্তৃতা ও সঙ্গীত প্রতিযোগিতা। প্রবীণদের প্রাণবন্ত অংশগ্রহণে মাঠে ছড়িয়ে পড়ে আনন্দ-উচ্ছ্বাস।
এ বিষয়ে মৌসুমী সমৃদ্ধির উপজেলা সমন্বয়কারী মোঃ শাহীন আহমেদ বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও আমরা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করেছি। শিশু থেকে প্রবীণ-সব বয়সী মানুষের অংশগ্রহণেই এ আয়োজন সফল হয়। আমরা চাই এমন ইতিবাচক ও সুস্থ বিনোদনের আয়োজন নিয়মিতভাবে অব্যাহত থাকুক। তিনি আরও বলেন, স্থানীয় প্রশাসন, জন প্রতিনিধি, অংশগ্রহণকারী পরিবার ও শিক্ষার্থীদের আন্তরিক সহযোগিতা আমাদের উৎসাহিত করে।
দিনব্যাপী আয়োজন শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। রাণীনগর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইবনু সাব্বির আহমেদ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন খট্টেশ্বর রাণীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছাঃ চন্দনা শারমীন রুমকী, উপজেলা সমন্বয়কারী মোঃ শাহীন আহমেদ, মৌসুমী সমৃদ্ধির স্বাস্থ্য কর্মকর্তা গোলাম মোস্তফা, সহকারী উপজেলা কর্মসূচি সমন্বয়কারী প্রতাপ সিং রায়সহ সংস্থার কর্মী ও স্থানীয় জনপ্রতিনিধিরা।
দিনভর নানা আয়োজন, প্রতিযোগিতা ও দর্শকদের অংশগ্রহণে শের-এ-বাংলা সরকারি মহাবিদ্যালয় মাঠজুড়ে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ।