রাণীনগরে পিএফজির আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

নওগাঁর রাণীনগরে শান্তি, সহনশীলতা ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে ‘পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)’ এর উদ্যোগে একটি আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ আগস্ট) সকালে রাণীনগর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই সংলাপ অনুষ্ঠিত হয়।
জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এতে সভাপতিত্ব করেন রাণীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নজরুল ইসলাম এবং সঞ্চালনা করেন পিএফজির উপজেলা সমন্বয়কারী পাভেল রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান। আরও উপস্থিত ছিলেন রাণীনগর থানার ওসি হাফিজ মো. রায়হান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইবনু সাব্বির এবং সমাজসেবা কর্মকর্তা মাহবুবুল আলম।
বক্তব্য রাখেন পিএফজির বিভাগীয় সমন্বয়কারী এস. এম. শফিকুল ইসলাম, বিএনপির নেতৃবৃন্দ মেজবাউল হক লিটন ও রোকনুজ্জামান খান রুকু, জামায়াত ইসলামীর ডা. আনজির হোসেন এবং মোস্তফা ইবনে আব্বাস।
বক্তারা বলেন, সমাজে মত-পথের ভিন্নতা থাকলেও আমরা সবাই মানুষ। ধর্মীয় সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং বিভ্রান্তিকর তথ্য থেকে বিরত থেকে সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব।
অনুষ্ঠানে একটি ভিডিও প্রদর্শনের মাধ্যমে ধর্মীয় শৃঙ্খলা ও বিশৃঙ্খলার পার্থক্য তুলে ধরা হয়। শেষে ধর্মীয় শৃঙ্খলা রক্ষার শপথ পাঠ করানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাঁর বক্তব্যে বলেন, “রাণীনগরে বর্তমানে ধর্মীয় শৃঙ্খলা বিরাজ করছে, একে ধরে রাখতে সবাইকে সচেতন থাকতে হবে।”
অনুষ্ঠানে বিভিন্ন ধর্ম, শ্রেণি ও পেশার মানুষ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, পিএফজি দীর্ঘদিন ধরে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।