রাণীনগরে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নওগাঁর রাণীনগর উপজেলায় রাণীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বিদ্যালয়ের প্রয়াত সহকারী শিক্ষক জাকি আমিন টেমস ও চম্পা বেগম স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রাকিবুল হাসান।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক অমিত হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আবদুস সোবাহান মৃধা। এসময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী শিক্ষক সালাহ্ উদ্দিন কাজল, উপজেলা উপ-প্রশাসনিক কর্মকর্তা মোঃ রায়হান আলী, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ অন্যান্যরা।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোঃ রাকিবুল হাসান বলেন, “রাণীনগরের এই ঐতিহ্যবাহী বিদ্যালয় থেকেই অনেক গুণীজন দেশের উচ্চ পর্যায়ে নেতৃত্ব দিচ্ছেন। বিদ্যালয়ের সুনাম ধরে রাখতে ফলাফলের মান আরও উন্নত করতে হবে।”
অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পরবর্তীতে প্রয়াত শিক্ষকদ্বয়ের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।