রাণীনগরে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন

“যুদ্ধবিধ্বস্ত বিশ্বে শান্তির আহ্বান”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর রাণীনগরে পালিত হয়েছে আন্তর্জাতিক শান্তি দিবস। প্রতি বছরের ন্যায় এ বছরও ২১ সেপ্টেম্বর দিবসটি উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)।
১৯৮১ সালে জাতিসংঘ প্রথমবারের মতো শান্তি দিবস পালনের উদ্যোগ নেয়। তারপর থেকে প্রতি বছর বিশ্বব্যাপী দিনটি পালন করা হচ্ছে। বাংলাদেশেও সরকারি-বেসরকারি উদ্যোগে গুরুত্বের সঙ্গে দিবসটি উদযাপিত হয়।
শনিবার সকাল ১০টায় রাণীনগর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শান্তি পদযাত্রা বের করা হয়। পদযাত্রাটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পদযাত্রায় উপজেলা সহকারী কমিশনার ভূমি মোছাঃ নাবিলা ইয়াসমিন, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণিপেশার মানুষ এতে অংশ নেন।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন রাণীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ নজরুল ইসলাম। উপজেলা সমন্বয়কারী পাভেল রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ নাবিলা ইয়াসমিন।
বক্তারা বলেন, শান্তি প্রতিষ্ঠা কোনো একদিনের কাজ নয়। সমাজের ক্ষুদ্রতম একক পরিবার থেকেই শান্তির চর্চা শুরু করতে হবে। সহমর্মিতা, ভ্রাতৃত্ব ও মানবিক গুণাবলি চর্চার মাধ্যমেই শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।
প্রধান অতিথির বক্তব্যে মোছাঃ নাবিলা ইয়াসমিন বলেন, “শান্তিময় বাংলাদেশ গড়তে হলে সবার আগে নিজেকে শান্তির চেতনায় গড়ে তুলতে হবে। পরিবার থেকেই শিশুদের নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধ শেখাতে হবে। তাহলেই প্রকৃত অর্থে শান্তির পরিবেশ প্রতিষ্ঠা করা সম্ভব।”
কর্মসূচির শেষে শান্তি প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।