সংবাদ শিরোনাম:
রাজশাহীতে অভিনব কৌশলে হিরোইন পাচার

রাজশাহী রেলওয়ে স্টেশনে অভিনব কৌশলে হেরোইন পাচারের সময় এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। সোমবার (১৪ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে স্টেশনের প্রথম শ্রেণির যাত্রী বিশ্রামাগারে
আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার হাবাজপুর এলাকার ফাহারুল ইসলাম (৩০)।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁর কাছ থেকে ৭৩ গ্রাম হেরোইন, একটি মোবাইল ফোন ও একটি সিমকার্ড জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফাহারুল স্বীকার করেছেন, জব্দ করা হেরোইন তিনি টাঙ্গাইল জেলায় বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন।
র্যাব আরও জানায়, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত ফাহারুল অভিনব নানা কৌশলে মাদক পরিবহন করতেন। তাঁর বিরুদ্ধে রাজশাহী রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে আরও তদন্ত চলছে ।
Tag :
Please Share This Post in Your Social Media
Translate »