ঝালকাঠির রাজাপুরে পূর্ব শত্রুতার জেরে আবুল বাসার (৪৫) নামে এক রাজমিস্ত্রীকে চাকু দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় খুনিদের ফাঁসির দাবিতে প্রতিবাদ বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী।
বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজাপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন, নিহত আবুল হাসানের বৃদ্ধ মা দেলোয়ারা বেগম, স্ত্রী আসমা বেগম, বোন কুরছিয়া বেগমা, ছেলে স্কুলছাত্র আমিনুল ইসলাম শুভ ও মেয়ে মরিয়ম আক্তার।
মানববন্ধনে বক্তারা বলেন, আবুল বাসার হত্যা মামলার প্রধান আসামি নাজমুল হাসান কয়েকদিন ধরে ১ লাখ টাকা চাদা দাবি করে। টাকা না দিলে মেরে ফেলার হুমকি দেয়। এ ঘটনার জেরে কয়েকদিন আগে তাদের মধ্যে কথা কাটাকাটি, তর্কবিতর্ক ও মনোমানিল্য হয়। গত ২ ফেব্রুয়ারি সন্ধ্যায় তাকে আসামিরা কুপিয়ে হত্যা করে। আসামিদের দ্রুত ফাঁসির দাবি করেন তারা।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে রাজাপুর থানায় সোমবার বিকেলে ২ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। মঙ্গলবার বিকেলে প্রধান আসামি নাজমুলকে ঢাকার গাজিপুরের শ্রীপুর থেকে গ্রেফতার করে র্যাব। গ্রেফতার হওয়া নাজমুল বিএনপির সমর্থক ও উপজেলার ইন্দ্রপাশা গ্রামের নাসির উদ্দিন পান্নু হাওলাদারের ছেলে।
রাজাপুর থানার (ওসি) ইসমাইল হোসেন জানান, প্রধান আসামি নাজমুলের রিমান্ড চেয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। এছাড়া বাকিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।