London ০৩:০৩ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

রাজধানীতে ২৪ ঘণ্টায় পুলিশের ৫০০ দলের টহল, গ্রেপ্তার ২৪৮

অনলাইন ডেস্ক

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সার্বিক পরিস্থিতি আরও উন্নত করতে বেশকিছু সিদ্ধান্ত নিয়েছে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটি।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর (অব.) সভাপতিত্বে কোর কমিটির এই সভা অনুষ্ঠিত হয়।

এদিকে গত রোববার রাত ১২টা থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীর ৫০টি থানা এলাকায় জননিরাপত্তা নিশ্চিতে ডিএমপির ৫০০টি টহল দল দায়িত্ব পালন করেছে।

এ ছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে ৫৪টি চেকপোস্ট পরিচালনা করা হয়। ডিএমপির ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার সূত্র এ তথ্য জানিয়েছে।

ডিএমপির টহল দলের পাশাপাশি মহানগরীর বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে সিটিটিসির সাতটি, অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) চারটি ও র‌্যাবের ১০টি টহল দল দায়িত্ব পালন করে।

এপিবিএন ৩১টি চেকপোস্ট পরিচালনা করে। মঙ্গলবার পুলিশ সদরদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে অপারেশন ডেভিল হান্টে আরও ৬৩৯ জন গ্রেপ্তার হয়েছেন। অন্য মামলা ও পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার হয়েছেন ৯৯৯ জন।

২৪ ঘণ্টায় ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে ২৪৮ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি। তাদের মধ্যে রয়েছে ১৪ ডাকাত, ১৬ পেশাদার সক্রিয় ছিনতাইকারী, ৭ চাঁদাবাজ, ১১ চোর, ২২ চিহ্নিত মাদক কারবারি, ৪৪ জন পরোয়ানাভুক্ত আসামিসহ অন্য অপরাধে জড়িতরা।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের ব্যবস্থা নিচ্ছে ডিবি। ছিনতাইকারী, ডাকাত, চাঁদাবাজসহ কোনো অপরাধী রেহাই পাবে না।

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে কোর কমিটির সভায় নেওয়া সিদ্ধান্তের মধ্যে রয়েছে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে তল্লাশিচৌকি বাড়ানো, অপরাধপ্রবণ এলাকায় টহল বাড়ানো এবং যৌথ বাহিনী গঠন করে নির্দিষ্ট এলাকায় জোরদার অভিযান পরিচালনা করা হবে।

রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে নৌবাহিনী ও কোস্টগার্ডের একটি করে অতিরিক্ত প্যাট্রল নিয়োজিত থাকবে। ডিএমপির পুলিশ সদস্য, বিজিবি, আনসার ও কোস্ট গার্ডের সদস্যদের জন্য মোটরসাইকেল কেনা হবে, যাতে তাৎক্ষণিকভাবে অলিগলিতে টহল দিয়ে অপরাধীদের ধরা যায়।

৫০০ এপিবিএন সদস্য ডিএমপিতে যুক্ত হয়ে পুলিশের সঙ্গে কাজ করবে। থানাভিত্তিক সন্ত্রাসীদের হালনাগাদ তালিকা করে আইনশৃঙ্খলা বাহিনী তাদের আইনের আওতায় আনতে তড়িৎ পদক্ষেপ নেবে।

সভায় অন্যদের মধ্যে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরীসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে তিনটি ছুরি, চারটি চাকু, একটি চাপাতি, একটি দাসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ছাড়া ৪৯ কেজি ৮৭০ গ্রাম গাঁজা ও ৭০৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
আপডেট : ০৪:১০:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫
Translate »

রাজধানীতে ২৪ ঘণ্টায় পুলিশের ৫০০ দলের টহল, গ্রেপ্তার ২৪৮

আপডেট : ০৪:১০:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সার্বিক পরিস্থিতি আরও উন্নত করতে বেশকিছু সিদ্ধান্ত নিয়েছে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটি।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর (অব.) সভাপতিত্বে কোর কমিটির এই সভা অনুষ্ঠিত হয়।

এদিকে গত রোববার রাত ১২টা থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীর ৫০টি থানা এলাকায় জননিরাপত্তা নিশ্চিতে ডিএমপির ৫০০টি টহল দল দায়িত্ব পালন করেছে।

এ ছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে ৫৪টি চেকপোস্ট পরিচালনা করা হয়। ডিএমপির ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার সূত্র এ তথ্য জানিয়েছে।

ডিএমপির টহল দলের পাশাপাশি মহানগরীর বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে সিটিটিসির সাতটি, অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) চারটি ও র‌্যাবের ১০টি টহল দল দায়িত্ব পালন করে।

এপিবিএন ৩১টি চেকপোস্ট পরিচালনা করে। মঙ্গলবার পুলিশ সদরদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে অপারেশন ডেভিল হান্টে আরও ৬৩৯ জন গ্রেপ্তার হয়েছেন। অন্য মামলা ও পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার হয়েছেন ৯৯৯ জন।

২৪ ঘণ্টায় ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে ২৪৮ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি। তাদের মধ্যে রয়েছে ১৪ ডাকাত, ১৬ পেশাদার সক্রিয় ছিনতাইকারী, ৭ চাঁদাবাজ, ১১ চোর, ২২ চিহ্নিত মাদক কারবারি, ৪৪ জন পরোয়ানাভুক্ত আসামিসহ অন্য অপরাধে জড়িতরা।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের ব্যবস্থা নিচ্ছে ডিবি। ছিনতাইকারী, ডাকাত, চাঁদাবাজসহ কোনো অপরাধী রেহাই পাবে না।

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে কোর কমিটির সভায় নেওয়া সিদ্ধান্তের মধ্যে রয়েছে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে তল্লাশিচৌকি বাড়ানো, অপরাধপ্রবণ এলাকায় টহল বাড়ানো এবং যৌথ বাহিনী গঠন করে নির্দিষ্ট এলাকায় জোরদার অভিযান পরিচালনা করা হবে।

রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে নৌবাহিনী ও কোস্টগার্ডের একটি করে অতিরিক্ত প্যাট্রল নিয়োজিত থাকবে। ডিএমপির পুলিশ সদস্য, বিজিবি, আনসার ও কোস্ট গার্ডের সদস্যদের জন্য মোটরসাইকেল কেনা হবে, যাতে তাৎক্ষণিকভাবে অলিগলিতে টহল দিয়ে অপরাধীদের ধরা যায়।

৫০০ এপিবিএন সদস্য ডিএমপিতে যুক্ত হয়ে পুলিশের সঙ্গে কাজ করবে। থানাভিত্তিক সন্ত্রাসীদের হালনাগাদ তালিকা করে আইনশৃঙ্খলা বাহিনী তাদের আইনের আওতায় আনতে তড়িৎ পদক্ষেপ নেবে।

সভায় অন্যদের মধ্যে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরীসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে তিনটি ছুরি, চারটি চাকু, একটি চাপাতি, একটি দাসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ছাড়া ৪৯ কেজি ৮৭০ গ্রাম গাঁজা ও ৭০৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।