রাইসা মনি”র, কবর জিয়ারত করতে জামায়াত ইসলামির ড.ইলিয়াস মোল্লা

ঢাকার উত্তরায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত শিশু রাইসা মনির দাফন সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার (২৫ জুলাই) সকাল ৯টায় ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার বাজড়া গ্রামের শামছুল উলুম কওমি মাদ্রাসা মাঠে জানাজা শেষে তাকে শায়িত করা হয় মাদ্রাসার পাশের কবরস্থানে।
জানাজার কিছু সময় পর রাইসার কবর জিয়ারত করতে আসেন বাংলাদেশ জামায়াতে ইসলামিরএকটি প্রতিনিধি দল। এ সময় ঢাকা জেলার কর্মপরিষদের সদস্য ওবাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী প্রফেসর ড. ইলিয়াস মোল্লার নেতৃত্বে একটি প্রতিনিধি দল কবর জিয়ারত করেন এবং রাইসার শোকাহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে গভীর সমবেদনা জানান।

কান্নায় ভেঙে পড়া রাইসার বাবা শাহাবুল শেখ সাংবাদিকদের বললেন না কোনো অভিযোগের কথা, করলেন না কোনো অনুযোগ—
শুধু চোখের জলে ভেজা কণ্ঠে বললেন,
“আমার কারো প্রতি কোনো অভিযোগ নেই। আল্লাহ যা চেয়েছেন, তাই হয়েছে। আপনারা শুধু আমার রাইসার জন্য দোয়া করবেন।”
রাইসা মনি ছিল রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। ২১ জুলাই দুপুরে উত্তরার দিয়াবাড়ি এলাকায় স্কুল ভবনের উপর বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হলে সে নিখোঁজ হয়। পরদিন, ২২ জুলাই বিকেল তিনটার দিকে তার দগ্ধ মরদেহ উদ্ধার করা হয় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)। পরে সিআইডির ফরেনসিক বিভাগ ডিএনএ পরীক্ষার মাধ্যমে মরদেহ শনাক্ত করে এবং ২৪ জুলাই রাত ১০টা ৩০ মিনিটে তার পরিবারের কাছে হস্তান্তর করে।
নিহতের মৃত্যু ঘিরে দেশজুড়ে চরম শোকের ছায়া, বাজড়া গ্রামের আকাশ যেন আজও ভারী। শিশুটির ছোট কবরের পাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলো কিছু বলছে না—শুধু তাকিয়ে আছে, যেন কিছু একটা ফিরে পাবে এই শূন্যতা ভেদ করে।