London ১২:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

রমজানে অমুসলিমদের সৌজন্যতা

অনলাইন ডেস্ক

বিশ্বের মোট ৭.৬ বিলিয়ন জনগোষ্ঠীর ২৪ শতাংশ অর্থাৎ প্রায় ১.৮ বিলিয়ন প্রতি বছরের মতো এবারও পুরো একমাসের জন্য সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সিয়াম পালন করছেন।

কিন্তু মুসলিমদের জন্য সবচেয়ে পবিত্র এই মাসটিতে একজন অমুসলিম হিসেবে কি আপনার এমন বিশেষ কিছু করা উচিত, যাতে সারাদিন রোজা রেখে অভুক্ত থাকা আপনার মুসলিম বন্ধু, সহকর্মী বা বন্ধুর মতো প্রতিবেশীর সামনে বেকায়দা কোনো আচরণ করে ‘অনুভূতিহীন’ হিসেবে নিজেকে উপস্থাপন করতে না হয়?

উত্তর হলো: না। আপনি একজন সহানুভূতিশীল, যত্নশীল মানুষ, এটাই যথেষ্ট। কিন্তু তারপরও যদি নিচের কয়েকটি বিষয় জানা থাকে, তাহলে রমজানের সময় নিজের বিবেককে দুশ্চিন্তামুক্ত রাখতে আপনার জন্য সহজ হবে।

রোজাদারের সামনে আপনি খেতে পারেন, তবে…
বিশ্বজুড়ে রমজানের টানা ২৯/৩০ দিন মুসলিমরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত খাবার এবং পানি থেকে দূরে থাকবে। কিন্তু তার মানে এই নয় যে চক্ষুলজ্জার খাতিরে আপনিও না খেয়ে থাকবেন। পরিচিতদের সামনে আপনি খেতেই পারেন।

তবে খুব ভালো হয় যদি যেখানে সেখানে না খেয়ে খাবার গ্রহণের নির্ধারিত জায়গায়, অর্থাৎ প্যান্ট্রি, ক্যান্টিন বা রেস্টুরেন্টের মতো স্থানে খাবারটা খান। রোজাদারের সামনে খাবার খেলেও তিনি কিছু বলবেন না, কিছু মনেও করবেন না হয়তো। কিন্তু নির্ধারিত স্থানে গিয়ে খেলে হয়তো একটু খুশি হবেন।

# রোজা থাকতে হবে না, তবে ইফতারে আপনি আমন্ত্রিত
আপনি চাইলেই দিনশেষে ইফতারে মুসলিমদের সঙ্গে অংশ নিতে পারেন। এতে বরং সবারই ভালো লাগবে।

# রমজানের শুরু-শেষ জানাটা জরুরি না
রমজান মাসের শুরু ও শেষ হয় চাঁদ দেখার ওপর নির্ভর করে। দিনটি আগে থেকে পুরোপুরি নিশ্চিতভাবে নির্ধারিত থাকে না। তাই আপনি যদি বিশেষ করে কোনো মুসলিম প্রধান দেশে না থাকেন এবং না জানেন রমজান কবে শুরু হচ্ছে বা শেষ হচ্ছে, তবে সেটা মোটেও আপনার দোষ নয়।

# কফি খাবেন? সঙ্গী হতেই পারি
সিয়াম পালন অবস্থায় একজন মুসলিম কিছুই খেতে পারবেন না, এমনকি পানিও নয়। তবে আপনি চাইলে আপনার বন্ধু বা সহকর্মীটি সানন্দেই আপনার দৈনিক কফি খাওয়ার সময় সঙ্গ দিতে সাথে গিয়ে বসতে পারেন। এতে তো কোনো বাধা নেই।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
আপডেট : ১১:১৬:০০ পূর্বাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫
Translate »

রমজানে অমুসলিমদের সৌজন্যতা

আপডেট : ১১:১৬:০০ পূর্বাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫

বিশ্বের মোট ৭.৬ বিলিয়ন জনগোষ্ঠীর ২৪ শতাংশ অর্থাৎ প্রায় ১.৮ বিলিয়ন প্রতি বছরের মতো এবারও পুরো একমাসের জন্য সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সিয়াম পালন করছেন।

কিন্তু মুসলিমদের জন্য সবচেয়ে পবিত্র এই মাসটিতে একজন অমুসলিম হিসেবে কি আপনার এমন বিশেষ কিছু করা উচিত, যাতে সারাদিন রোজা রেখে অভুক্ত থাকা আপনার মুসলিম বন্ধু, সহকর্মী বা বন্ধুর মতো প্রতিবেশীর সামনে বেকায়দা কোনো আচরণ করে ‘অনুভূতিহীন’ হিসেবে নিজেকে উপস্থাপন করতে না হয়?

উত্তর হলো: না। আপনি একজন সহানুভূতিশীল, যত্নশীল মানুষ, এটাই যথেষ্ট। কিন্তু তারপরও যদি নিচের কয়েকটি বিষয় জানা থাকে, তাহলে রমজানের সময় নিজের বিবেককে দুশ্চিন্তামুক্ত রাখতে আপনার জন্য সহজ হবে।

রোজাদারের সামনে আপনি খেতে পারেন, তবে…
বিশ্বজুড়ে রমজানের টানা ২৯/৩০ দিন মুসলিমরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত খাবার এবং পানি থেকে দূরে থাকবে। কিন্তু তার মানে এই নয় যে চক্ষুলজ্জার খাতিরে আপনিও না খেয়ে থাকবেন। পরিচিতদের সামনে আপনি খেতেই পারেন।

তবে খুব ভালো হয় যদি যেখানে সেখানে না খেয়ে খাবার গ্রহণের নির্ধারিত জায়গায়, অর্থাৎ প্যান্ট্রি, ক্যান্টিন বা রেস্টুরেন্টের মতো স্থানে খাবারটা খান। রোজাদারের সামনে খাবার খেলেও তিনি কিছু বলবেন না, কিছু মনেও করবেন না হয়তো। কিন্তু নির্ধারিত স্থানে গিয়ে খেলে হয়তো একটু খুশি হবেন।

# রোজা থাকতে হবে না, তবে ইফতারে আপনি আমন্ত্রিত
আপনি চাইলেই দিনশেষে ইফতারে মুসলিমদের সঙ্গে অংশ নিতে পারেন। এতে বরং সবারই ভালো লাগবে।

# রমজানের শুরু-শেষ জানাটা জরুরি না
রমজান মাসের শুরু ও শেষ হয় চাঁদ দেখার ওপর নির্ভর করে। দিনটি আগে থেকে পুরোপুরি নিশ্চিতভাবে নির্ধারিত থাকে না। তাই আপনি যদি বিশেষ করে কোনো মুসলিম প্রধান দেশে না থাকেন এবং না জানেন রমজান কবে শুরু হচ্ছে বা শেষ হচ্ছে, তবে সেটা মোটেও আপনার দোষ নয়।

# কফি খাবেন? সঙ্গী হতেই পারি
সিয়াম পালন অবস্থায় একজন মুসলিম কিছুই খেতে পারবেন না, এমনকি পানিও নয়। তবে আপনি চাইলে আপনার বন্ধু বা সহকর্মীটি সানন্দেই আপনার দৈনিক কফি খাওয়ার সময় সঙ্গ দিতে সাথে গিয়ে বসতে পারেন। এতে তো কোনো বাধা নেই।