যুবশক্তিকে মানবসম্পদে পরিণত করার আহ্বান

প্রযুক্তি নির্ভর যুবশক্তি,বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি’ প্রতিপাদ্যে নেত্রকোণার দুর্গাপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে র্যালি,শপথ পাঠ, আলোচনা সভা,প্রশিক্ষণ সনদ প্রদান ও গাছের চারা বিতরণ করা হয়। মঙ্গলবার (১২ আগস্ট) উপজেলা পরিষদ হলরুমে সমাজের নানা শ্রেণীপেশার নাগরিকের অংশগ্রহণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আফসানা।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল খায়ের নুর মোহাম্মদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উপজেলা একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার,দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান,উন্নয়ন কর্মী রুপন কুমার সরকার,প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন,সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার,জামায়াতে ইসলামী পৌর শাখার সভাপতি হাবিবুর রহমান,ছাত্র প্রতিনিধি রাতুল খান রুদ্র, যুব সংগঠক অন্তর হাজং,সৈকত সরকার এবং আজিজুর রহমান পারভেজ।
অনুষ্ঠানে আলোচনাকালে বক্তারা বলেন, যুবরাই উন্নয়ন ও উৎপাদনের প্রধান নিয়ামক। তারুণ্যের শক্তি কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর যুবশক্তিকে মানবসম্পদে পরিণত করার লক্ষ্যে কর্মমুখী প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থান ঋণ প্রদান,সংগঠনভিত্তিক স্বেচ্ছা ও সেবামূলক কাজে যুবদের সম্পৃক্ত করতে হবে।
তারা আরো বলেন,প্রযুক্তি ব্যবহারের দক্ষতা তরুণদের বড় সম্পদ। এই দক্ষতাকে কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থান গড়ে তুললে শুধু ব্যক্তি নয়, সমাজ ও দেশ উপকৃত হবে।
উল্লেখ্য,তারুণ্যের বিকাশ ও উন্নয়নে ১৯৯৮ সালে পর্তুগালের রাজধানী লিসবনে অনুষ্ঠিত জাতিসংঘের ‘ওয়ার্ল্ড কনফারেন্স অব মিনিস্টার রেসপনসিবল ফর ইয়ুথ’ ১২ আগস্টকে ‘আন্তর্জাতিক যুব দিবস’ হিসেবে উদযাপনের প্রস্তাব করে। পরের বছর ১৯৯৯ সালের ১৭ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে দিনটিকে ‘আন্তর্জাতিক যুব দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই থেকে বিশ্বের বিভিন্ন দেশে দিনটি পালন করা হচ্ছে।