যুক্তরাষ্ট্রে অল্প সংখ্যক অতি-ধনীর বিপজ্জনক গোষ্ঠীশাসন প্রতিষ্ঠিত হচ্ছে : বিদায়ী ভাষণে বাইডেন
মেয়াদ শেষ হওয়ার পাঁচ দিন আগে বুধবার সন্ধ্যায় ওভাল অফিস থেকে বিদায়ী ভাষণ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ভাষণে তিনি বলেন, যুক্তরাষ্ট্রে বিপুল সম্পদ-ক্ষমতা-প্রতিপত্তি নিয়ে একটি গোষ্ঠীশাসন (অলিগার্ক) প্রতিষ্ঠিত হচ্ছে, তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বাইডেন।
রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পাঁচ দিন আগে জাতির উদ্দেশে দেওয়া বিদায়ী ভাষণে এ সতর্কবার্তা দিলেন বাইডেন। খবর সিএনএন
ভাষণে বাইডেন বলেন, বিপুল সম্পদ, ক্ষমতা, প্রতিপত্তি নিয়ে একটি গোষ্ঠীর শাসন প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। এটি দেশের অভ্যন্তরীণ গণতন্ত্রের জন্য হুমকি। আমাদের মৌলিক অধিকার, স্বাধীনতা রক্ষার জন্য সবাইকে এগিয়ে যেতে হবে।
মার্কিনিদের মধ্যে ভুল তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে বলে সতর্ক করে তিনি আরও বলেন, মার্কিনিরা ভুল তথ্য, অপতথ্যের নিচে চাপা পড়েছে। এতে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হচ্ছে এবং ক্ষমতার অপব্যবহারের সুযোগ তৈরি হবে।
করোনা মহামারীর কথা তুলে ধরে বাইডেন বলেন, চার বছর আগে, আমরা এক বিপদের শীতকাল আর সম্ভাবনার শীতকালের মাঝে দাঁড়িয়েছিলাম। কিন্তু আমরা আমেরিকান হিসেবে ঐক্যবদ্ধ হই এবং আমরা বিপদ পার হই। আমরা আরও শক্তিশালী, আরও সমৃদ্ধ এবং নিরাপদ হিসেবে বেড়িয়ে আসি।‘
ভাষণে বাইডেন সামাজিক যোগাযোগ মাধ্যম ও কৃত্তিম বুদ্ধিমত্তা এআই এর গভীর সম্ভাবনা এবং ঝুঁকি সম্পর্কে দেশবাসীকে সতর্ক করেন।
তবে ভাষণে বাইডেন তার প্রশাসনের ভূয়সী প্রশংসা করেন এবং গত চার বছরের কৃতিত্ব তুলে ধরেন। তিনি তার প্রশাসনের কৃতিত্বের জন্য গর্বিত বলেও জানান বাইডেন।
প্রশাসনের সফলতা সম্পর্কে বাইডেন বলেন, আমরা একসাথে যা করেছি তার সম্পূর্ণ প্রভাব অনুভব করতে সময় লাগবে। আমরা বীজ রোপণ করেছি, তারা বড় হবে এবং আগামী কয়েক দশক ধরে ফুলে উঠবে।
তবে অলিগার্ক সম্পর্কে মার্কিনিদের সতর্কতা দিলেও আশাবাদী দৃষ্টিভঙ্গি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করে ভাষণ শেষ করেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।