London ০২:১৩ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে এবি পার্টির মতবিনিময়

এবি পার্টিছবি: ফেসবুক থেকে নেওয়া

যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) প্রতিনিধিদল আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) নেতাদের সঙ্গে মতবিনিময় করেছে। সোমবার বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক হয়। এ সময় অন্তর্বর্তী সরকারের নানা কর্মকাণ্ড, সংস্কারপ্রক্রিয়া ও নির্বাচন নিয়ে আলোচনা হয়।

এবি পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ সময় আইআরআইয়ের ভারপ্রাপ্ত আবাসিক প্রোগ্রাম পরিচালক জোশুয়া রোজেনব্লাম, ভারপ্রাপ্ত আবাসিক প্রোগ্রাম ম্যানেজার ক্রিস্টোফার ব্রেনান, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার অমিতাভ ঘোষ ও বাংলাদেশ অফিসের প্রোগ্রাম ম্যানেজার রুকসানা হক উপস্থিত ছিলেন।

এবি পার্টির প্রতিনিধিদলে ছিলেন দলের সদস্যসচিব মজিবুর রহমান, যুগ্ম সদস্যসচিব আসাদুজ্জামান ফুয়াদ, যোবায়ের আহমেদ ভূঁইয়া, সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুল্লাহ আল মামুন, সহকারী সদস্যসচিব ও শ্যাডো কমিটি–বিষয়ক ইনচার্জ আবদুল হক এবং এবি মহিলা পার্টির ইনচার্জ নাসরীন সুলতানা উপস্থিত ছিলেন।

নতুন প্রজন্মের রাজনীতি সম্পর্কে আইআরআই প্রতিনিধিদলকে অবহিত করেন এবি পার্টির নেতারা। তাঁরা কীভাবে নীতিভিত্তিক রাজনীতির মাধ্যমে রাজনৈতিক রূপকল্প পরিবর্তন করতে চান এবং নতুন প্রজন্মের রাজনীতি সম্পর্কে নিজেদের ভাবনা প্রতিনিধিদলকে অবহিত করেছেন। এ সময় সারা দেশে দলীয় কর্মকাণ্ড সম্প্রসারণের পরিকল্পনা, বিশেষ করে রাজধানীর বাইরে সংগঠন বিস্তারের বিষয়েও তাদের জানানো হয়।

এবি পার্টির নেতারা প্রতিনিধিদলকে বলেন, কোনো ভয়ভীতি ছাড়াই গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় কাজ করার এখন উপযুক্ত সময়। আলোচনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাম্প্রতিক বৈঠকের কথাও উঠে আসে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরবর্তী কার্যক্রম নিয়ে এবি পার্টির সদস্যসচিব প্রধান উপদেষ্টার কাছে ৬টি পর্যবেক্ষণ ও ১১ দফা প্রস্তাবের বিষয়ে অবহিত করেন।

এবি পার্টির নেতারা বিগত ফ্যাসিবাদী সরকারের শাসনামলে বিভিন্ন গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ, মানবাধিকারের চরম লঙ্ঘন এবং অর্থ পাচারের বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়ে তাঁদের চিন্তাভাবনা সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করেন।

জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানে হাজারো তরুণের আত্মত্যাগের ইতিহাস স্মরণ করেন এবি পার্টির নেতারা। এ সময় তাঁরা একটি নতুন প্রগতিশীল বাংলাদেশ গড়ে সত্যিকার অর্থে সবার জন্য একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় আইআরআই প্রতিনিধিদল নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এবি পার্টির কার্যক্রমকে স্বাগত জানিয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
আপডেট : ০৫:১৫:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪
৬৪
Translate »

যুক্তরাষ্ট্রের আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে এবি পার্টির মতবিনিময়

আপডেট : ০৫:১৫:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪

এবি পার্টিছবি: ফেসবুক থেকে নেওয়া

যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) প্রতিনিধিদল আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) নেতাদের সঙ্গে মতবিনিময় করেছে। সোমবার বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক হয়। এ সময় অন্তর্বর্তী সরকারের নানা কর্মকাণ্ড, সংস্কারপ্রক্রিয়া ও নির্বাচন নিয়ে আলোচনা হয়।

এবি পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ সময় আইআরআইয়ের ভারপ্রাপ্ত আবাসিক প্রোগ্রাম পরিচালক জোশুয়া রোজেনব্লাম, ভারপ্রাপ্ত আবাসিক প্রোগ্রাম ম্যানেজার ক্রিস্টোফার ব্রেনান, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার অমিতাভ ঘোষ ও বাংলাদেশ অফিসের প্রোগ্রাম ম্যানেজার রুকসানা হক উপস্থিত ছিলেন।

এবি পার্টির প্রতিনিধিদলে ছিলেন দলের সদস্যসচিব মজিবুর রহমান, যুগ্ম সদস্যসচিব আসাদুজ্জামান ফুয়াদ, যোবায়ের আহমেদ ভূঁইয়া, সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুল্লাহ আল মামুন, সহকারী সদস্যসচিব ও শ্যাডো কমিটি–বিষয়ক ইনচার্জ আবদুল হক এবং এবি মহিলা পার্টির ইনচার্জ নাসরীন সুলতানা উপস্থিত ছিলেন।

নতুন প্রজন্মের রাজনীতি সম্পর্কে আইআরআই প্রতিনিধিদলকে অবহিত করেন এবি পার্টির নেতারা। তাঁরা কীভাবে নীতিভিত্তিক রাজনীতির মাধ্যমে রাজনৈতিক রূপকল্প পরিবর্তন করতে চান এবং নতুন প্রজন্মের রাজনীতি সম্পর্কে নিজেদের ভাবনা প্রতিনিধিদলকে অবহিত করেছেন। এ সময় সারা দেশে দলীয় কর্মকাণ্ড সম্প্রসারণের পরিকল্পনা, বিশেষ করে রাজধানীর বাইরে সংগঠন বিস্তারের বিষয়েও তাদের জানানো হয়।

এবি পার্টির নেতারা প্রতিনিধিদলকে বলেন, কোনো ভয়ভীতি ছাড়াই গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় কাজ করার এখন উপযুক্ত সময়। আলোচনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাম্প্রতিক বৈঠকের কথাও উঠে আসে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরবর্তী কার্যক্রম নিয়ে এবি পার্টির সদস্যসচিব প্রধান উপদেষ্টার কাছে ৬টি পর্যবেক্ষণ ও ১১ দফা প্রস্তাবের বিষয়ে অবহিত করেন।

এবি পার্টির নেতারা বিগত ফ্যাসিবাদী সরকারের শাসনামলে বিভিন্ন গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ, মানবাধিকারের চরম লঙ্ঘন এবং অর্থ পাচারের বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়ে তাঁদের চিন্তাভাবনা সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করেন।

জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানে হাজারো তরুণের আত্মত্যাগের ইতিহাস স্মরণ করেন এবি পার্টির নেতারা। এ সময় তাঁরা একটি নতুন প্রগতিশীল বাংলাদেশ গড়ে সত্যিকার অর্থে সবার জন্য একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় আইআরআই প্রতিনিধিদল নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এবি পার্টির কার্যক্রমকে স্বাগত জানিয়েছে।