London ০৪:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

যাদের আয়কর রিটার্ন জমা বাধ্যতামূলক

গত আয় বর্ষের আয়ের ওপর ব্যক্তি শ্রেণির আয়কর রিটার্ন দাখিল কার্যক্রম শুরু হয়েছে। করদাতাদের কর প্রদান সহজ করার অংশ হিসেবে ইতোমধ্যে অনলাইনে আয়কর রিটার্ন দেওয়ার ব্যবস্থা প্রচলন করা হয়েছে। 

বাংলাদেশি নাগরিকদের মধ্যে সর্বশেষ আয়কর আইন অনুযায়ী করযোগ্য আয় রয়েছে এবং এর বাইরে বেশ কিছু সেবা গ্রহণের জন্যও আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক। স্বাভাবিক ব্যক্তি করদাতাদের মধ্যে যাদের বার্ষিক আয় সাড়ে ৩ লাখ টাকা অতিক্রম করেছে, তাদের আয়কর রিটার্ন দিতে হবে। তবে মহিলা বা যাদের বয়স ৬৫ অতিক্রম করেছে, তাদের বার্ষিক আয় ৪ লাখ টাকা হলে বা করদাতা তৃতীয় লিঙ্গের হলে বার্ষিক আয় পৌনে ৫ লাখ টাকা এবং গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের আয় ৫ লাখ টাকা হলে আয়কর রিটার্ন জমা বাধ্যতামূলক।

এর বাইরে আরও কিছু ক্ষেত্রে বাধ্যতামূলক আয়কর রিটার্ন জমা দিতে হবে। সর্বশেষ আয় বছরে করযোগ্য আয় না থাকলে যদি আগের তিন বছরের মধ্যে যে কোনো বছর কর নির্ধারণ হয়ে থাকলে বা আয়করযোগ্য হয়ে থাকলে তাকে রিটার্ন দিতে হবে। কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের অংশীদার হলে, কোনো কোম্পানির শেয়ারহোল্ডার পরিচালক বা শেয়ারহোল্ডার  হলে, সরকারি কর্মচারী হলে, কোনো ব্যবসায় বা পেশায় যে কোনো নির্বাহী বা ব্যবস্থাপনা পদে বেতনভোগী কর্মী হলে এবং কর অব্যাহতিপ্রাপ্ত বা হ্রাসকৃত হারে করযোগ্য আয় থাকলে রিটার্ন দাখিল বাধ্যতামূলক। 

২০ লাখ টাকার বেশি ঋণ নিতে হলে, আমদানি বা রপ্তানি নিবন্ধন সনদ পেতে বা বহাল রাখতে, সিটি করপোরেশন বা পৌরসভা এলাকায় ট্রেড লাইসেন্স পেতে বা নবায়ন করতে, সমবায় সমিতির নিবন্ধন পেতে, সাধারণ বীমা তালিকাভুক্ত সার্ভেয়ার হতে ও লাইসেন্স পেতে বা নবায়ন করতে, সিটি করপোরেশন বা পৌরসভা বা ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় ১০ লাখ টাকার বেশি মূল্যে কোনো জমি বা ভবন বা অ্যাপার্টমেন্ট বিক্রি বা লিজ বা হস্তান্তর বা বায়নানামা বা আমমোক্তারনামা নিবন্ধন করতে রিটার্ন জমা দিতে হবে। ক্রেডিট কার্ড নিতে বা বহাল রাখতে, বিয়ের রেজিস্ট্রার হিসেবে লাইসেন্স পেতে বা নিয়োগ পেতে, ব্যবসায়ী বা পেশাজীবী সংগঠনের সদস্যপদ পেতে বা বহাল রাখতে, ড্রাগ বা ফায়ার লাইসেন্স পেতে বা নবায়ন করতে বা পরিবেশ ছাড়পত্র বা বিএসটিআই লাইসেন্স বা ছাড়পত্র পেতে, যে কোনো এলাকায় গ্যাসের বাণিজ্যিক ও শিল্প সংযোগ পেতে বা বহাল রাখতে, সিটি করপোরেশন এলাকায় আবাসিক গ্যাস সংযোগ নিতে বা বহাল রাখতে, লঞ্চ বা স্টিমার বা মাছ ধরার ট্রলার বা কার্গো বা কোস্টার বা ডাম্ব বার্জসহ যে কোনো ধরনের ভাড়ায় চালিত নৌযানের সার্ভে সার্টিফিকেট পেতে বা বহাল রাখতে, পরিবেশ অধিদপ্তর বা জেলা প্রশাসকের কার্যালয় থেকে ইট উৎপাদনের অনুমতি পেতে বা নবায়ন করতে জমা দিতে হবে রিটার্ন। 

সিটি করপোরেশন বা জেলা সদর বা পৌরসভা এলাকার ইংরেজি মাধ্যম স্কুলে শিশু বা পোষ্য ভর্তিতে, সিটি করপোরেশন বা ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় বিদ্যুৎ সংযোগ পেতে বা বহাল রাখতে, কোনো কোম্পানির এজেন্সি বা ডিস্ট্রিবিউটরশিপ পেতে বা বহাল রাখতে, আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পেতে বা বহাল রাখতে, আমদানি ঋণপত্র (এলসি) খুলতে, ৫ লাখ টাকার বেশি পোস্ট অফিস সঞ্চয়ী হিসাব খুলতে, যে কোনো ব্যাংকে ১০ লাখ টাকার বেশি মেয়াদি আমানত (টার্ম ডিপোজিট) হিসাব খুলতে বা বহাল রাখতে, ৫ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র কিনতে, ইউনিয়ন পরিষদ ছাড়া পৌরসভাসহ জাতীয় সংসদ পর্যন্ত নির্বাচনে অংশ নিতে, মোটরযান বা স্পেস বা বাসস্থান বা অন্যান্য সম্পদ সরবরাহের মাধ্যমে শেয়ারড ইকোনমিক কার্যক্রমে অংশ নিতে, ব্যবস্থাপনা বা প্রশাসনিক বা উৎপাদন কার্যক্রমের তত্ত্বাবধানকারী পদমর্যাদার কর্মকর্তা ব্যক্তির বেতন-ভাতাদি পেতে, মোবাইল ব্যাংকিং বা মোবাইল ফোনের হিসাব রিচার্জের মাধ্যমে কমিশন পেতে, অ্যাডভাইজরি বা কনসালট্যান্সি বা ক্যাটারিং বা ইভেন্ট ম্যানেজমেন্ট বা জনবল সরবরাহ বা নিরাপত্তা সরবরাহ সেবা বাবদ কোনো দেশীয় কোম্পানির কাছ থেকে অর্থ পেতে জমা দিতে হবে আয়কর রিটার্ন।  

এমপিওভুক্ত ১৬ হাজার টাকার বেশি পেতে, বীমা কোম্পানির এজেন্ট লাইসেন্স পেতে, চার চাকার মোটরযানের নিবন্ধন বা মালিকানা পরিবর্তন বা ফিটনেস নবায়নকালে, এনজিও ব্যুরো বা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি থেকে লাইসেন্স পেতে বা বিদেশি অনুদানের অর্থ ছাড় করতে, ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে বাংলাদেশি ভোক্তাদের কাছে পণ্য বা সেবা বিক্রি করতে, কোম্পানি বা সোসাইটি আইনের অধীনে নিবন্ধিত ক্লাবের সদস্যপদ পেতে, পণ্য সরবরাহ বা চুক্তি সম্পাদন বা সেবা সরবরাহের উদ্দেশ্যে নিবাসীর টেন্ডার দাখিলে, কোনো কোম্পানি বা প্রতিষ্ঠান থেকে কোনো ধরনের পণ্য বা সেবা সরবরাহ গ্রহণকালে, পণ্য আমদানি বা রপ্তানির বিল অব এন্ট্রি দাখিলে, রাজউক বা অনুরূপ কর্তৃপক্ষের থেকে ভবনের নকশা অনুমোদন নিতে, স্ট্যাম্প বা কোর্ট ফি বা কার্টিজ পেপারের ভেন্ডর বা দলিল লেখক হিসেবে নিবন্ধন বা লাইসেন্স নিতে বা তালিকাভুক্ত হতে বা বহাল রাখতে, ট্রাস্ট বা তহবিল বা ফাউন্ডেশন বা এনজিও বা ক্ষুদ্রঋণ বা সোসাইটি বা সমবায় সমিতির ব্যাংক অ্যাকাউন্ট খুলতে বা চালু রাখতে, সিটি করপোরেশন এলাকায় বাড়িভাড়া বা লিজ নিতে, হোটেল বা রেস্টুরেন্ট বা মোটেল বা হাসপাতাল বা ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স পেতে বা নবায়ন করতে, সিটি করপোরেশন এলাকায় কমিউনিটি সেন্টার বা কনভেনশন হলের সেবা নিতে হলে আয়কর রিটার্ন দিতে হবে।

এ ছাড়া আয়করদাতা চিকিৎসক, দন্ত চিকিৎসক, আইনজীবী, চার্টার্ড অ্যাকাউনট্যান্ট, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউনট্যান্ট, প্রকৌশলী, স্থপতি বা সার্ভেয়ার বা সমজাতীয় পেশায় নিয়োজিতদের আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
আপডেট : ০৬:০৮:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪
৫৪
Translate »

যাদের আয়কর রিটার্ন জমা বাধ্যতামূলক

আপডেট : ০৬:০৮:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪

গত আয় বর্ষের আয়ের ওপর ব্যক্তি শ্রেণির আয়কর রিটার্ন দাখিল কার্যক্রম শুরু হয়েছে। করদাতাদের কর প্রদান সহজ করার অংশ হিসেবে ইতোমধ্যে অনলাইনে আয়কর রিটার্ন দেওয়ার ব্যবস্থা প্রচলন করা হয়েছে। 

বাংলাদেশি নাগরিকদের মধ্যে সর্বশেষ আয়কর আইন অনুযায়ী করযোগ্য আয় রয়েছে এবং এর বাইরে বেশ কিছু সেবা গ্রহণের জন্যও আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক। স্বাভাবিক ব্যক্তি করদাতাদের মধ্যে যাদের বার্ষিক আয় সাড়ে ৩ লাখ টাকা অতিক্রম করেছে, তাদের আয়কর রিটার্ন দিতে হবে। তবে মহিলা বা যাদের বয়স ৬৫ অতিক্রম করেছে, তাদের বার্ষিক আয় ৪ লাখ টাকা হলে বা করদাতা তৃতীয় লিঙ্গের হলে বার্ষিক আয় পৌনে ৫ লাখ টাকা এবং গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের আয় ৫ লাখ টাকা হলে আয়কর রিটার্ন জমা বাধ্যতামূলক।

এর বাইরে আরও কিছু ক্ষেত্রে বাধ্যতামূলক আয়কর রিটার্ন জমা দিতে হবে। সর্বশেষ আয় বছরে করযোগ্য আয় না থাকলে যদি আগের তিন বছরের মধ্যে যে কোনো বছর কর নির্ধারণ হয়ে থাকলে বা আয়করযোগ্য হয়ে থাকলে তাকে রিটার্ন দিতে হবে। কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের অংশীদার হলে, কোনো কোম্পানির শেয়ারহোল্ডার পরিচালক বা শেয়ারহোল্ডার  হলে, সরকারি কর্মচারী হলে, কোনো ব্যবসায় বা পেশায় যে কোনো নির্বাহী বা ব্যবস্থাপনা পদে বেতনভোগী কর্মী হলে এবং কর অব্যাহতিপ্রাপ্ত বা হ্রাসকৃত হারে করযোগ্য আয় থাকলে রিটার্ন দাখিল বাধ্যতামূলক। 

২০ লাখ টাকার বেশি ঋণ নিতে হলে, আমদানি বা রপ্তানি নিবন্ধন সনদ পেতে বা বহাল রাখতে, সিটি করপোরেশন বা পৌরসভা এলাকায় ট্রেড লাইসেন্স পেতে বা নবায়ন করতে, সমবায় সমিতির নিবন্ধন পেতে, সাধারণ বীমা তালিকাভুক্ত সার্ভেয়ার হতে ও লাইসেন্স পেতে বা নবায়ন করতে, সিটি করপোরেশন বা পৌরসভা বা ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় ১০ লাখ টাকার বেশি মূল্যে কোনো জমি বা ভবন বা অ্যাপার্টমেন্ট বিক্রি বা লিজ বা হস্তান্তর বা বায়নানামা বা আমমোক্তারনামা নিবন্ধন করতে রিটার্ন জমা দিতে হবে। ক্রেডিট কার্ড নিতে বা বহাল রাখতে, বিয়ের রেজিস্ট্রার হিসেবে লাইসেন্স পেতে বা নিয়োগ পেতে, ব্যবসায়ী বা পেশাজীবী সংগঠনের সদস্যপদ পেতে বা বহাল রাখতে, ড্রাগ বা ফায়ার লাইসেন্স পেতে বা নবায়ন করতে বা পরিবেশ ছাড়পত্র বা বিএসটিআই লাইসেন্স বা ছাড়পত্র পেতে, যে কোনো এলাকায় গ্যাসের বাণিজ্যিক ও শিল্প সংযোগ পেতে বা বহাল রাখতে, সিটি করপোরেশন এলাকায় আবাসিক গ্যাস সংযোগ নিতে বা বহাল রাখতে, লঞ্চ বা স্টিমার বা মাছ ধরার ট্রলার বা কার্গো বা কোস্টার বা ডাম্ব বার্জসহ যে কোনো ধরনের ভাড়ায় চালিত নৌযানের সার্ভে সার্টিফিকেট পেতে বা বহাল রাখতে, পরিবেশ অধিদপ্তর বা জেলা প্রশাসকের কার্যালয় থেকে ইট উৎপাদনের অনুমতি পেতে বা নবায়ন করতে জমা দিতে হবে রিটার্ন। 

সিটি করপোরেশন বা জেলা সদর বা পৌরসভা এলাকার ইংরেজি মাধ্যম স্কুলে শিশু বা পোষ্য ভর্তিতে, সিটি করপোরেশন বা ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় বিদ্যুৎ সংযোগ পেতে বা বহাল রাখতে, কোনো কোম্পানির এজেন্সি বা ডিস্ট্রিবিউটরশিপ পেতে বা বহাল রাখতে, আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পেতে বা বহাল রাখতে, আমদানি ঋণপত্র (এলসি) খুলতে, ৫ লাখ টাকার বেশি পোস্ট অফিস সঞ্চয়ী হিসাব খুলতে, যে কোনো ব্যাংকে ১০ লাখ টাকার বেশি মেয়াদি আমানত (টার্ম ডিপোজিট) হিসাব খুলতে বা বহাল রাখতে, ৫ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র কিনতে, ইউনিয়ন পরিষদ ছাড়া পৌরসভাসহ জাতীয় সংসদ পর্যন্ত নির্বাচনে অংশ নিতে, মোটরযান বা স্পেস বা বাসস্থান বা অন্যান্য সম্পদ সরবরাহের মাধ্যমে শেয়ারড ইকোনমিক কার্যক্রমে অংশ নিতে, ব্যবস্থাপনা বা প্রশাসনিক বা উৎপাদন কার্যক্রমের তত্ত্বাবধানকারী পদমর্যাদার কর্মকর্তা ব্যক্তির বেতন-ভাতাদি পেতে, মোবাইল ব্যাংকিং বা মোবাইল ফোনের হিসাব রিচার্জের মাধ্যমে কমিশন পেতে, অ্যাডভাইজরি বা কনসালট্যান্সি বা ক্যাটারিং বা ইভেন্ট ম্যানেজমেন্ট বা জনবল সরবরাহ বা নিরাপত্তা সরবরাহ সেবা বাবদ কোনো দেশীয় কোম্পানির কাছ থেকে অর্থ পেতে জমা দিতে হবে আয়কর রিটার্ন।  

এমপিওভুক্ত ১৬ হাজার টাকার বেশি পেতে, বীমা কোম্পানির এজেন্ট লাইসেন্স পেতে, চার চাকার মোটরযানের নিবন্ধন বা মালিকানা পরিবর্তন বা ফিটনেস নবায়নকালে, এনজিও ব্যুরো বা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি থেকে লাইসেন্স পেতে বা বিদেশি অনুদানের অর্থ ছাড় করতে, ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে বাংলাদেশি ভোক্তাদের কাছে পণ্য বা সেবা বিক্রি করতে, কোম্পানি বা সোসাইটি আইনের অধীনে নিবন্ধিত ক্লাবের সদস্যপদ পেতে, পণ্য সরবরাহ বা চুক্তি সম্পাদন বা সেবা সরবরাহের উদ্দেশ্যে নিবাসীর টেন্ডার দাখিলে, কোনো কোম্পানি বা প্রতিষ্ঠান থেকে কোনো ধরনের পণ্য বা সেবা সরবরাহ গ্রহণকালে, পণ্য আমদানি বা রপ্তানির বিল অব এন্ট্রি দাখিলে, রাজউক বা অনুরূপ কর্তৃপক্ষের থেকে ভবনের নকশা অনুমোদন নিতে, স্ট্যাম্প বা কোর্ট ফি বা কার্টিজ পেপারের ভেন্ডর বা দলিল লেখক হিসেবে নিবন্ধন বা লাইসেন্স নিতে বা তালিকাভুক্ত হতে বা বহাল রাখতে, ট্রাস্ট বা তহবিল বা ফাউন্ডেশন বা এনজিও বা ক্ষুদ্রঋণ বা সোসাইটি বা সমবায় সমিতির ব্যাংক অ্যাকাউন্ট খুলতে বা চালু রাখতে, সিটি করপোরেশন এলাকায় বাড়িভাড়া বা লিজ নিতে, হোটেল বা রেস্টুরেন্ট বা মোটেল বা হাসপাতাল বা ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স পেতে বা নবায়ন করতে, সিটি করপোরেশন এলাকায় কমিউনিটি সেন্টার বা কনভেনশন হলের সেবা নিতে হলে আয়কর রিটার্ন দিতে হবে।

এ ছাড়া আয়করদাতা চিকিৎসক, দন্ত চিকিৎসক, আইনজীবী, চার্টার্ড অ্যাকাউনট্যান্ট, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউনট্যান্ট, প্রকৌশলী, স্থপতি বা সার্ভেয়ার বা সমজাতীয় পেশায় নিয়োজিতদের আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক।