London ০২:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ম্যাক্সওয়েলের অবিশ্বাস্য ক্যাচ, এটাই কি ইতিহাসের সেরা?

অনলাইন ডেস্ক

হালের ক্রিকেটে সেরা ফিল্ডারদের তালিকায় উপরের দিকেই আছেন গ্লেন ম্যাক্সওয়েল। কেন তাকে সেরাদের কাতারে রাখা হয় তা আরো একবার প্রমাণ করলেন এই অজি। চলমান বিগ ব্যাশ লিগে ব্রিসবেন হিটের বিপক্ষে অবিশ্বাস্য এক ক্যাচ নিয়েছেন তিনি।

ব্রিসবেনের ইনিংসের ১৭তম ওভারের ঘটনা। প্রথম বলটি মিডল স্টাম্পের ওপর করেছিলেন ডেন লরেন্স। ফুল লেংথের বলে লফটেড অন ড্রাইভে লং অনের ওপর দিয়ে হাঁকানোর চেষ্টা করেন উইল প্রেসটিজ। বল সীমানা দড়ির ওপারে চলে যায়, তবে বল শূন্যে থাকার সময়ই লাফ দিয়ে মাঠের বাইরে থেকে বল ভেতরে পাঠান ম্যাক্সওয়েল, এরপর সীমানার ভেতরে এসে সহজেই তালুবন্দি করেন।

খালি চোখে খানিকটা অবিশ্বাস্য মনে হলেও রিপ্লেতে দেখে পরিষ্কার বুঝা যায় আইসিসির নিয়মে এটা আউট। এটাকে ক্যাচ অব দ্য ইয়ার বলেছেন মাইকেল ভন। তার মতে, এমন ক্যাচ শুধু ম্যাক্সওয়েলকে দিয়েই সম্ভব! এমনকি তিনি এটাও বলেছেন যে, তার দেখা সেরা ক্যাচও এটি।

ভন বলেন, ‘এই মৌসুমে আমরা বেশ কিছু দুর্দান্ত ক্যাচ দেখেছি, কিন্তু এটা ক্যাচ অব দ্য ইয়ার। আমরা দেখলাম, ম্যাক্সওয়েল শূন্যে উড়ছে এবং ফিরে এসে এমন কিছু করল যা শুধু ম্যাক্সওয়েলই করতে পারে। আমি মনে করি, এর চেয়ে ভালো ক্যাচ আমি দেখিনি। অবিশ্বাস্য ক্যাচ!’

আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করেছে ব্রিসবেন। দলের হয়ে ৪৮ বলে অপরাজিত ৭৭ রান করেছেন ম্যাক্স ব্রায়ান্ট। তাছাড়া ২১ রান করেছেন পল ওয়াল্টার।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
আপডেট : ১১:০৫:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫
১১
Translate »

ম্যাক্সওয়েলের অবিশ্বাস্য ক্যাচ, এটাই কি ইতিহাসের সেরা?

আপডেট : ১১:০৫:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫

হালের ক্রিকেটে সেরা ফিল্ডারদের তালিকায় উপরের দিকেই আছেন গ্লেন ম্যাক্সওয়েল। কেন তাকে সেরাদের কাতারে রাখা হয় তা আরো একবার প্রমাণ করলেন এই অজি। চলমান বিগ ব্যাশ লিগে ব্রিসবেন হিটের বিপক্ষে অবিশ্বাস্য এক ক্যাচ নিয়েছেন তিনি।

ব্রিসবেনের ইনিংসের ১৭তম ওভারের ঘটনা। প্রথম বলটি মিডল স্টাম্পের ওপর করেছিলেন ডেন লরেন্স। ফুল লেংথের বলে লফটেড অন ড্রাইভে লং অনের ওপর দিয়ে হাঁকানোর চেষ্টা করেন উইল প্রেসটিজ। বল সীমানা দড়ির ওপারে চলে যায়, তবে বল শূন্যে থাকার সময়ই লাফ দিয়ে মাঠের বাইরে থেকে বল ভেতরে পাঠান ম্যাক্সওয়েল, এরপর সীমানার ভেতরে এসে সহজেই তালুবন্দি করেন।

খালি চোখে খানিকটা অবিশ্বাস্য মনে হলেও রিপ্লেতে দেখে পরিষ্কার বুঝা যায় আইসিসির নিয়মে এটা আউট। এটাকে ক্যাচ অব দ্য ইয়ার বলেছেন মাইকেল ভন। তার মতে, এমন ক্যাচ শুধু ম্যাক্সওয়েলকে দিয়েই সম্ভব! এমনকি তিনি এটাও বলেছেন যে, তার দেখা সেরা ক্যাচও এটি।

ভন বলেন, ‘এই মৌসুমে আমরা বেশ কিছু দুর্দান্ত ক্যাচ দেখেছি, কিন্তু এটা ক্যাচ অব দ্য ইয়ার। আমরা দেখলাম, ম্যাক্সওয়েল শূন্যে উড়ছে এবং ফিরে এসে এমন কিছু করল যা শুধু ম্যাক্সওয়েলই করতে পারে। আমি মনে করি, এর চেয়ে ভালো ক্যাচ আমি দেখিনি। অবিশ্বাস্য ক্যাচ!’

আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করেছে ব্রিসবেন। দলের হয়ে ৪৮ বলে অপরাজিত ৭৭ রান করেছেন ম্যাক্স ব্রায়ান্ট। তাছাড়া ২১ রান করেছেন পল ওয়াল্টার।