মৌলভীবাজার লন্ডন প্রবাসীদের নিয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার প্রবাসীদের প্রাণের সংগঠন আমাদের গর্ব মৌলভীবাজারের উদ্যোগে লন্ডনের একটি আভিজাত্য হ্যাপী হাব রেস্টুরেন্টের হলরুমে বিশেষ আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের ১৩ তম বার্ষিক সমাবেশ আগামী মার্চ ২০২৫ এ অনুষ্ঠিত হবে বলে সভায় সকল উপদেষ্টা মন্ডলী বক্তব্য প্রদান করেন ।
এবং সভায় কুইন্স পার্ক অ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান রাহুল আহমেদ কে সংবর্ধনা প্রদান করা হয় ।
উক্ত সভায় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টাসহ সংগঠনের অনেক সদস্য । এই সংগঠনটি ২০১২ সালে প্রতিষ্ঠিত হয়।
বক্তারা বলেন, প্রবাসীরা দেশের সম্পদ। দেশের অর্থনীতির যেসব খাত নিয়ে আমরা গর্ব করতে পারি, তার একটি হচ্ছে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স। গরিব ও অসহায়দের সাহায্যে এগিয়ে রয়েছে এ সংগঠনের কার্যক্রম। চাওয়া-পাওয়ার অনেকটাই নির্ভর করে প্রবাসীদের ওপর ভরসা করে। তাদের সর্বোচ্চটুকু দিয়ে যান পরিবার ও দেশকে। এ জন্য বক্তরা প্রবাসীদের ধন্যবাদ ও অভিনন্দ জানান।
আয়োজকদের ধন্যবাদ জানিয়ে অতিথিরা বলেন, জন্মভূমি, নাড়ির টান কখনো ভোলা যায় না। আজ আমরা গর্বিত আপনাদের পক্ষ থেকে এমন মূল্যায়ন পেয়ে। এ ভালোবাসা কখনো ভুলবো না। আজ থেকে আমাদের দায়বদ্ধতা আরও বেড়ে গেল। দেশের উন্নয়নে সংগঠনের যেকোনো সামাজিক কর্মকাণ্ডে কাজ করে যাবো।
অনুষ্ঠানে প্রধান অতিথি, সংবর্ধিত ও বিশেষ অতিথিদের ফুলের তোড়া ও সম্মাননা স্মারক তুলে দেন নেতারা।