London ০৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

মে মাসে স্পেসএক্স স্যাটেলাইট সেবার কারিগরি যাত্রা শুরুর আশা

অনলাইন ডেস্ক:

মার্কিন মহাকাশযান প্রস্তুতকারক ও মহাকাশযাত্রা সেবাদানকারী প্রতিষ্ঠান স্পেসএক্স-এর গ্লোবাল এনগেজমেন্ট বিষয়ক ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার বাংলাদেশে স্পেসএক্সের স্যাটেলাইট সেবা পৌঁছাতে আসন্ন মে মাসে একটি কারিগরি যাত্রা আরম্ভে সম্পূর্ণ প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন।

বুধবার (২৩ এপ্রিল) কাতারের দোহায় আর্থানা সম্মেলনের সাইডলাইনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা জানান।

সাক্ষাৎকালে উভয়ে বাংলাদেশে মার্কিন ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন স্পেসএক্স স্যাটেলাইট সেবা পৌঁছানোর চূড়ান্ত পর্যায় নিয়ে আলোচনা করেন।

গত দুই দশক ধরে ইলন মাস্কের সঙ্গে কাজ করে আসা ড্রেয়ার এ অংশীদারত্ব নিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, আমরা একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আমি আমার টিমকে নির্দেশ দিয়েছি, যেন আসন্ন মে মাসে একটি টেকনিক্যাল লঞ্চের জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকে।

সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা এ অগ্রগতিকে ঘিরে বাংলাদেশের মানুষের উচ্ছ্বাসের কথা জানান। তিনি বলেন, এটি বাংলাদেশে একটি বড় খবর। মানুষ দিন গুনছে। আর যখন সেই সময়টি আসবে, তখন তা উদযাপনযোগ্য হতে হবে।

এ সহযোগিতার শুরু হবে একটি টেকনিক্যাল রোলআউটের মাধ্যমে, যার পরেই সম্পূর্ণ বাস্তবায়ন শুরু হবে— কিছু চূড়ান্ত বিষয় নিষ্পত্তির পর।

এছাড়া, ইলন মাস্ক প্রতিষ্ঠিত ইলেকট্রনিক পেমেন্ট ফার্ম (পেপ্যাল)-এর সম্ভাব্য ব্যবহার নিয়েও আলোচনা হয়েছে, যা স্পেসএক্সের বাংলাদেশে পরিচালিত ডিজিটাল লেনদেনগুলোকে সহায়তা করতে পারে।

লরেন ড্রেয়ার বলেন, শুরু থেকেই এটি ছিল আমাদের অংশগ্রহণকৃত অন্যতম সুসংগঠিত ও সুষ্ঠু উদ্যোগ।

সাক্ষাৎকালে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং এসডিজি বিষয়ক সচিব লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
আপডেট : ১১:০৫:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
Translate »

মে মাসে স্পেসএক্স স্যাটেলাইট সেবার কারিগরি যাত্রা শুরুর আশা

আপডেট : ১১:০৫:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

মার্কিন মহাকাশযান প্রস্তুতকারক ও মহাকাশযাত্রা সেবাদানকারী প্রতিষ্ঠান স্পেসএক্স-এর গ্লোবাল এনগেজমেন্ট বিষয়ক ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার বাংলাদেশে স্পেসএক্সের স্যাটেলাইট সেবা পৌঁছাতে আসন্ন মে মাসে একটি কারিগরি যাত্রা আরম্ভে সম্পূর্ণ প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন।

বুধবার (২৩ এপ্রিল) কাতারের দোহায় আর্থানা সম্মেলনের সাইডলাইনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা জানান।

সাক্ষাৎকালে উভয়ে বাংলাদেশে মার্কিন ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন স্পেসএক্স স্যাটেলাইট সেবা পৌঁছানোর চূড়ান্ত পর্যায় নিয়ে আলোচনা করেন।

গত দুই দশক ধরে ইলন মাস্কের সঙ্গে কাজ করে আসা ড্রেয়ার এ অংশীদারত্ব নিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, আমরা একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আমি আমার টিমকে নির্দেশ দিয়েছি, যেন আসন্ন মে মাসে একটি টেকনিক্যাল লঞ্চের জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকে।

সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা এ অগ্রগতিকে ঘিরে বাংলাদেশের মানুষের উচ্ছ্বাসের কথা জানান। তিনি বলেন, এটি বাংলাদেশে একটি বড় খবর। মানুষ দিন গুনছে। আর যখন সেই সময়টি আসবে, তখন তা উদযাপনযোগ্য হতে হবে।

এ সহযোগিতার শুরু হবে একটি টেকনিক্যাল রোলআউটের মাধ্যমে, যার পরেই সম্পূর্ণ বাস্তবায়ন শুরু হবে— কিছু চূড়ান্ত বিষয় নিষ্পত্তির পর।

এছাড়া, ইলন মাস্ক প্রতিষ্ঠিত ইলেকট্রনিক পেমেন্ট ফার্ম (পেপ্যাল)-এর সম্ভাব্য ব্যবহার নিয়েও আলোচনা হয়েছে, যা স্পেসএক্সের বাংলাদেশে পরিচালিত ডিজিটাল লেনদেনগুলোকে সহায়তা করতে পারে।

লরেন ড্রেয়ার বলেন, শুরু থেকেই এটি ছিল আমাদের অংশগ্রহণকৃত অন্যতম সুসংগঠিত ও সুষ্ঠু উদ্যোগ।

সাক্ষাৎকালে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং এসডিজি বিষয়ক সচিব লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন।