মুজিববাদ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কাজ করে যাবে এনসিপি : নাহিদ ইসলাম

মুজিববাদ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এবং বাংলাদেশে যে সংগ্রাম শুরু হয়েছে- স্বাধীনতাপন্থী, স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখন্ডতা রক্ষা ও মানবিক মর্যাদা নিশ্চিতের জন্য জাতীয় নাগরিক পার্টি কাজ করে যাবে – এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
রবিবার (২৭ জুলাই) জুলাই পদযাত্রার অনুষ্ঠানে নেত্রকোণা পৌর শহরের মোক্তারপাড়াস্থ কালেক্টরেট মাঠে তিনি একথা বলেন।
এসময় তিনি বলেন, নেত্রকোণা হাওর-বাওর অধ্যুষিত এলাকা। নেত্রকোণায় বন্যা ও জলবায়ু পরিবর্তনের সমস্যা রয়েছে। শিক্ষা-স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা ও কর্মসংস্থানের অভাব রয়েছে। এনসিপি একটি জনকল্যাণমুখী রাষ্ট্র তৈরি করতে চাই। যেখানে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান অধিকার নিশ্চিত হবে। নেত্রকোণার মানুষের বন্যা ও দুর্যোগের বেহাল লাঘবে টেকশই ব্যবস্থার জন্য জাতীয় নাগরিক পার্টি কথা বলবে।
এই সমাবেশে বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, উত্তরাঞ্চলের কেন্দ্রীয় সংগঠক প্রীতম সোহাগ, কেন্দ্রীয় কমিটির সদস্য ফাহিম রহমান খান পাঠান ও রফিকুল ইসলাম আইনী।
এ পথসভায় মঞ্চে উপস্থিত ছিলেন- দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম-আহবায়ক সামান্তা শারমিন, যুগ্ম-আহবায়ক আরিফুল ইসলাম আদিব, এহতেসামুল হক, মনিরা শারমিন, অর্পিতা শ্যামা দেব, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম, গণতান্ত্রিক ছাত্র সংসদের আহবায়ক আবু বাকের মজুমদার, যুবশক্তির যুগ্ম-আহবায়ক মারুফ আল হামিদ এবং কেন্দ্রীয় সংগঠক জাকারিয়া ইমন।