London ০৪:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কেন্দ্রের কতিপয় নেতার অযাচিত হস্তক্ষেপে , নাটোরে বিএনপির ভগ্ন দশা! ফরিদপুর-১ আসনে নির্বাচনী সমীকরণে নয়া উত্তাপ: নতুন প্রার্থীকে ঘিরে গণআলোড়ন, মাঠে বাড়ছে প্রত্যাশা ও প্রতিযোগিতা ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে চোখের আলো ফিরে পাচ্ছেন তারা শরিতুল্যাহ মাস্টার তিস্তা সেতু’ নামকরণের দাবিতে গাইবান্ধাবাসীর মানববন্ধন দুর্গাপুরে বসতঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার,এলাকায় চাঞ্চল্য কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় ওষুধ ব্যবসায়ী নিহত নিরাপদ পারাপারের জন্য: বদলগাছী থানার মোড়ে ফুটওভার ব্রিজের দাবী শিক্ষার্থীদের আত্রাই ইউটিউবার রানার বিরুদ্ধে ভয়ঙ্কর প্রতারণার অভিযোগ মিরাটে আরপিএ’র ব্যতিক্রমী ফ্রি-মেডিকেল ক্যাম্প রাজশাহীতে বই পড়ে পুরস্কার পেল ছাত্র -ছাত্রীরা

মিরাটে আরপিএ’র ব্যতিক্রমী ফ্রি-মেডিকেল ক্যাম্প

আবু সাইদ, বিশেষ প্রতিনিধি:

নওগাঁর রাণীনগর উপজেলার মিরাট ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম মিরাটে অনুষ্ঠিত হলো রাণীনগর প্রসপ্যারিটি অ্যাসোসিয়েশন (আরপিএ) আয়োজিত একটি ব্যতিক্রমী ফ্রি-মেডিকেল ক্যাম্প। শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মিরাট উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এই ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা, স্বাস্থ্য পরীক্ষা এবং ওষুধ বিতরণ করা হয়।

এই ক্যাম্পে আগত রোগীদের দেওয়া হয় রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা, ব্লাড প্রেসার, অক্সিজেন লেভেল ও পালস রেট পরীক্ষার সুবিধা। এছাড়াও অসহায় ও বৃদ্ধ রোগীদের মাঝে প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়। শুধু চিকিৎসা সেবাই নয়, পরিবেশের প্রতি সচেতনতা তৈরি করতেও কাজ করে এই ক্যাম্প—প্রত্যেক সেবা গ্রহণকারীর হাতে একটি করে গাছের চারা তুলে দেওয়া হয়।

এই ফ্রি-মেডিকেল ক্যাম্পে পাঁচজন অভিজ্ঞ ও সেবামনস্ক চিকিৎসক উপস্থিত ছিলেন। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল, বগুড়া থেকে আগত সহকারী অধ্যাপক (মেডিসিন) ডা. মোঃ আহসান হাবীব বলেন, আরপিএ’র এই মহৎ উদ্যোগে অংশগ্রহণ করতে পেরে তিনি নিজেকে গর্বিত মনে করছেন এবং আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এছাড়াও চিকিৎসা সেবা দিয়েছেন ২৫০ শয্যা বিশিষ্ট নওগাঁ সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মোঃ শাহরিয়ার আহমেদ, যিনি বাত ব্যথা, কোমর ব্যথা ও হাড় সংক্রান্ত সমস্যার চিকিৎসায় দক্ষ। একই হাসপাতালের আরেকজন চিকিৎসক ডা. মোঃ তারিকুল ইসলাম লিভার, ডায়াবেটিস, বাত ও ফিজিক্যাল মেডিসিন বিষয়ে সেবা প্রদান করেন। রানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. উত্তম কুমার মাথা ব্যথা ও চক্ষু রোগে পরামর্শ দেন এবং একই হাসপাতালের আরেক চিকিৎসক ডা. ফরিদ এইচ খানও চিকিৎসা সেবায় অংশ নেন।

চিকিৎসা নিতে আসা এক বৃদ্ধ বলেন, টাকার অভাবে অনেকেই ডাক্তারের কাছে যেতে পারে না। আজ আরপিএ আমাদের জন্য যে ব্যবস্থা করেছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। মিরাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোমতাজ হোসেন বলেন, চিকিৎসা সেবার পাশাপাশি গাছ বিতরণ পরিবেশ ও স্বাস্থ্যের মধ্যে সরাসরি সংযোগ তৈরির চিন্তার বহিঃপ্রকাশ।

আরপিএ’র উপদেষ্টা ও রাণীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আবু বক্কর ছিদ্দিক বলেন, আমার স্নেহের ছাত্ররা আজ সমাজের জন্য কাজ করছে, এটা দেখে আমি গর্বিত। সংগঠনের সভাপতি মোঃ শাহীনুল ইসলাম শাহীন বলেন, রাণীনগর প্রসপ্যারিটি অ্যাসোসিয়েশন একটি অরাজনৈতিক, অসাম্প্রদায়িক ও সেচ্ছাসেবামূলক সংগঠন। শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নের মাধ্যমে আলোকিত রাণীনগর গড়াই আমাদের লক্ষ্য।

সংগঠনের যুগ্ম সম্পাদক প্রবীর কুমার পাল জানান, মিরাটের মতো দুর্গম এলাকায় চিকিৎসা পৌঁছে দেওয়া ছিল তাদের প্রধান উদ্দেশ্য। তিনি আশা প্রকাশ করেন, গ্রামের সাধারণ মানুষ এই ক্যাম্পের মাধ্যমে স্বাস্থ্য বিষয়ে আরও সচেতন হবে।

রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাকিবুল হাসান বলেন, আরপিএ’র এই ক্যাম্প একটি প্রশংসনীয় উদ্যোগ। তিনি বিশ্বাস করেন, রাণীনগর প্রসপ্যারিটি অ্যাসোসিয়েশন ভবিষ্যতে আরও বড় পরিসরে মানুষের পাশে দাঁড়াবে এবং রাণীনগর উপজেলাকে একটি আদর্শ উপজেলায় রূপান্তরিত করবে।

এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন আরপিএ’র উপদেষ্টা অধ্যাপক মোফাখেরুল ইসলাম, ফারহাদ হোসেন, সহ-সভাপতি আবু হাসান, মোঃ রিপন নীল, সাংগঠনিক সম্পাদক আবু হাসান রকি, মোঃ তৌফিক হোসেন আনন্দ, মোঃ নিবিড় হোসেন, মোঃ ছনি মোল্লা এবং সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
আপডেট : ০৩:৫৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
Translate »

মিরাটে আরপিএ’র ব্যতিক্রমী ফ্রি-মেডিকেল ক্যাম্প

আপডেট : ০৩:৫৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫

নওগাঁর রাণীনগর উপজেলার মিরাট ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম মিরাটে অনুষ্ঠিত হলো রাণীনগর প্রসপ্যারিটি অ্যাসোসিয়েশন (আরপিএ) আয়োজিত একটি ব্যতিক্রমী ফ্রি-মেডিকেল ক্যাম্প। শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মিরাট উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এই ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা, স্বাস্থ্য পরীক্ষা এবং ওষুধ বিতরণ করা হয়।

এই ক্যাম্পে আগত রোগীদের দেওয়া হয় রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা, ব্লাড প্রেসার, অক্সিজেন লেভেল ও পালস রেট পরীক্ষার সুবিধা। এছাড়াও অসহায় ও বৃদ্ধ রোগীদের মাঝে প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়। শুধু চিকিৎসা সেবাই নয়, পরিবেশের প্রতি সচেতনতা তৈরি করতেও কাজ করে এই ক্যাম্প—প্রত্যেক সেবা গ্রহণকারীর হাতে একটি করে গাছের চারা তুলে দেওয়া হয়।

এই ফ্রি-মেডিকেল ক্যাম্পে পাঁচজন অভিজ্ঞ ও সেবামনস্ক চিকিৎসক উপস্থিত ছিলেন। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল, বগুড়া থেকে আগত সহকারী অধ্যাপক (মেডিসিন) ডা. মোঃ আহসান হাবীব বলেন, আরপিএ’র এই মহৎ উদ্যোগে অংশগ্রহণ করতে পেরে তিনি নিজেকে গর্বিত মনে করছেন এবং আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এছাড়াও চিকিৎসা সেবা দিয়েছেন ২৫০ শয্যা বিশিষ্ট নওগাঁ সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মোঃ শাহরিয়ার আহমেদ, যিনি বাত ব্যথা, কোমর ব্যথা ও হাড় সংক্রান্ত সমস্যার চিকিৎসায় দক্ষ। একই হাসপাতালের আরেকজন চিকিৎসক ডা. মোঃ তারিকুল ইসলাম লিভার, ডায়াবেটিস, বাত ও ফিজিক্যাল মেডিসিন বিষয়ে সেবা প্রদান করেন। রানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. উত্তম কুমার মাথা ব্যথা ও চক্ষু রোগে পরামর্শ দেন এবং একই হাসপাতালের আরেক চিকিৎসক ডা. ফরিদ এইচ খানও চিকিৎসা সেবায় অংশ নেন।

চিকিৎসা নিতে আসা এক বৃদ্ধ বলেন, টাকার অভাবে অনেকেই ডাক্তারের কাছে যেতে পারে না। আজ আরপিএ আমাদের জন্য যে ব্যবস্থা করেছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। মিরাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোমতাজ হোসেন বলেন, চিকিৎসা সেবার পাশাপাশি গাছ বিতরণ পরিবেশ ও স্বাস্থ্যের মধ্যে সরাসরি সংযোগ তৈরির চিন্তার বহিঃপ্রকাশ।

আরপিএ’র উপদেষ্টা ও রাণীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আবু বক্কর ছিদ্দিক বলেন, আমার স্নেহের ছাত্ররা আজ সমাজের জন্য কাজ করছে, এটা দেখে আমি গর্বিত। সংগঠনের সভাপতি মোঃ শাহীনুল ইসলাম শাহীন বলেন, রাণীনগর প্রসপ্যারিটি অ্যাসোসিয়েশন একটি অরাজনৈতিক, অসাম্প্রদায়িক ও সেচ্ছাসেবামূলক সংগঠন। শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নের মাধ্যমে আলোকিত রাণীনগর গড়াই আমাদের লক্ষ্য।

সংগঠনের যুগ্ম সম্পাদক প্রবীর কুমার পাল জানান, মিরাটের মতো দুর্গম এলাকায় চিকিৎসা পৌঁছে দেওয়া ছিল তাদের প্রধান উদ্দেশ্য। তিনি আশা প্রকাশ করেন, গ্রামের সাধারণ মানুষ এই ক্যাম্পের মাধ্যমে স্বাস্থ্য বিষয়ে আরও সচেতন হবে।

রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাকিবুল হাসান বলেন, আরপিএ’র এই ক্যাম্প একটি প্রশংসনীয় উদ্যোগ। তিনি বিশ্বাস করেন, রাণীনগর প্রসপ্যারিটি অ্যাসোসিয়েশন ভবিষ্যতে আরও বড় পরিসরে মানুষের পাশে দাঁড়াবে এবং রাণীনগর উপজেলাকে একটি আদর্শ উপজেলায় রূপান্তরিত করবে।

এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন আরপিএ’র উপদেষ্টা অধ্যাপক মোফাখেরুল ইসলাম, ফারহাদ হোসেন, সহ-সভাপতি আবু হাসান, মোঃ রিপন নীল, সাংগঠনিক সম্পাদক আবু হাসান রকি, মোঃ তৌফিক হোসেন আনন্দ, মোঃ নিবিড় হোসেন, মোঃ ছনি মোল্লা এবং সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।