মায়ের সাথে অভিমান করে ৯ বছরের মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে মায়ের সঙ্গে অভিমান করে হাসিব শেখ (৯) নামের এক মাদ্রাসা ছাত্র গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। রবিবার (২৯ জুন) সন্ধ্যায় নিজ ঘরের আড়ার সঙ্গে ফাঁস নিয়ে সে আত্মহত্যা করে।
নিহত হাসিব শেখ দক্ষিণ শিরগ্রাম মাদ্রাসার নাজেরা বিভাগের ছাত্র ছিল। সে ওই গ্রামের কৃষক আবু নাসের শেখের ছেলে। পরিবারের দুই সন্তানের মধ্যে সে ছিল বড়।
পরিবার সূত্রে জানা গেছে, হাসিব দীর্ঘদিন ধরে বোয়ালমারীর কামারগ্রাম মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য বায়না ধরে আসছিল। তার মা হাসি বেগম তাকে আশ্বস্ত করলেও অর্থসংকটের কারণে ভর্তি করাতে পারেননি। এ নিয়ে মা-ছেলের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে রাগ করে রোববার সন্ধ্যায় নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয় হাসিব। অনেকক্ষণ কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা জানালার ফাঁক দিয়ে দেখে, হাসিব আড়ার সঙ্গে গলায় রশি দিয়ে ঝুলে আছে, পরে তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে।
খবর দেওয়া হলে আলফাডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত শিশুর মা হাসি বেগম বলেন, “ও বলছিল, মা আমি নতুন মাদ্রাসায় পড়তে চাই। আমি বলেছিলাম, এখন টাকা নেই, পরে ভর্তি করাবো। ভাবিনি, ও এমন কিছু করে বসবে।
এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মায়ের সঙ্গে অভিমান করে শিশুটি আত্মহত্যা করেছে। তবে রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।”