নওগাঁর মান্দা উপজেলার জোতবাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির ত্রিবার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকেই বাজার এলাকায় ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে।
এ নির্বাচনে সভাপতি পদে মোজাহারুল ইসলাম মুকুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সহ-সভাপতি পদেও কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় মীর দেলোয়ার হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সদস্য পদে ছয়জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা হলেন—মোঃ জাহাঙ্গীর আলম, পরেশ সোনার, প্রকাশ সোনার, মাজেদ আলী মণ্ডল, ইমরান এবং এনামুল হক।
সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা হয় শ্রী বিরাজ কৃষ্ণ রায় (ফুটবল মার্কা) এবং শ্রী বিপুল চন্দ্র প্রামাণিক (মই মার্কা)-এর মধ্যে। ভোট গণনা শেষে দেখা যায়, শ্রী বিরাজ কৃষ্ণ রায় ফুটবল মার্কায় ২১২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শ্রী বিপুল চন্দ্র প্রামাণিক মই মার্কায় ৬৭ ভোট পান।
সমিতির মোট ভোটার সংখ্যা ৪২৩ জন। এর মধ্যে ২৮৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট শেষে ভোটাররা জানান, তারা নিরবিঘ্নে ভোট দিয়েছেন এবং প্রত্যাশা করেন নতুন কমিটি সমিতির উন্নয়নে কাজ করবে।