London ০৪:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

“মাদক ও লুটেরামুক্ত সোনার বাংলা গড়তে, সকলকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে: মিজানুর রহমান চৌধুরী”

নিজস্ব প্রতিবেদক:

 

জাতীয় প্রেস ক্লাবের সদস্য ও বাংলাদেশ এডিটর ফোরামের সভাপতি মিজানুর রহমান চৌধুরী বলেছেন, “১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা যে লাল-সবুজের পতাকা পেয়েছি, তা কেবল স্বাধীনতার প্রতীক নয়, এটি আমাদের দায়িত্ব ও কর্তব্যের প্রতীক। আজ আমাদের প্রত্যেককে শপথ নিতে হবে—মাদক, লুটপাট এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার। আমাদের সমাজকে ন্যায়ের পথে এগিয়ে নিতে হবে।”

তিনি বলেন, “আমরা ন্যায়ের পক্ষে দাঁড়াই, অন্যায় ও অসত্যের বিরুদ্ধে কথা বলি। যারা মাদক ব্যবসা এবং মানুষের সম্পদ লুটপাটের সঙ্গে যুক্ত, তাদের চিহ্নিত করতে হবে। আজকের এই জমায়েতে উপস্থিত সবাইকে শপথ নিতে হবে—কেউ যেন আমাদের দেশের সম্পদ বিদেশে পাচার করতে না পারে। আমাদের লড়াই একটি মাদকমুক্ত, সুন্দর ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ার জন্য।”

তিনি আরও বলেন, “আমরা কারো দাসত্ব করি না, অন্যায়ের কাছে মাথা নত করি না। যারা দেশের সম্পদ লুট করেছে এবং লুটেরাদের সহযোগিতা করেছে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। খেলাধুলার মতো কার্যক্রম কেবল বিনোদন নয়, এটি শৃঙ্খলা, নৈতিকতা এবং একতাবদ্ধ থাকার প্রতীক। ক্রিকেটে যেমন জয়ী হতে দলগতভাবে লড়াই করতে হয়, তেমনি আমাদের সমাজের সকল অন্যায় ও অসত্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে।”

শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কান্তিরহাটে এনটিবি প্রিমিয়ার লীগ আয়োজিত নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী শেখ আহমদ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ বন্দর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা ডায়াবেটিক হাসপাতালের প্রতিষ্ঠাতা সম্পাদক ও ইন্টারন্যাশনা মিডিয়া পরিচালক, দৈনিক আমাদের চট্টগ্রাম এর চীফ রিপোর্টার সাংবাদিক মুনীর চৌধুরী,
চট্টগ্রাম ব্যুরো মাইটিভির ব্যুরো চিফ ও চট্টবাণী পত্রিকার সম্পাদক নুরুল কবির।
চাতরী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শান্তনু মজুমদার, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মোক্তার সওদাগর এবং ছাত্রনেতা আরিফুল ইসলাম রণি।
এছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক আমাদের চট্টগ্রামের সহসম্পাদক আ.ন.ম. তাজওয়ার আলম, ফটো সাংবাদিক নুরুল আজম, আনোয়ারা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম এবং যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম।

ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে চাপাতলী ভিক্টোরিয়াস ক্রিকেট একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় গোবাদিয়া খাঁন গ্রুপ।
শেষে মিজানুর রহমান চৌধুরী উপস্থিত দর্শক ও খেলোয়াড়দের সমাজকে মাদকমুক্ত ও লুটেরামুক্ত করতে শপথ নিতে আহ্বান জানান এবং সকলকে শান্তিপূর্ণভাবে খেলা উপভোগ করার অনুরোধ জানান।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
আপডেট : ০১:৩৩:২৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
১৫
Translate »

“মাদক ও লুটেরামুক্ত সোনার বাংলা গড়তে, সকলকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে: মিজানুর রহমান চৌধুরী”

আপডেট : ০১:৩৩:২৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫

 

জাতীয় প্রেস ক্লাবের সদস্য ও বাংলাদেশ এডিটর ফোরামের সভাপতি মিজানুর রহমান চৌধুরী বলেছেন, “১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা যে লাল-সবুজের পতাকা পেয়েছি, তা কেবল স্বাধীনতার প্রতীক নয়, এটি আমাদের দায়িত্ব ও কর্তব্যের প্রতীক। আজ আমাদের প্রত্যেককে শপথ নিতে হবে—মাদক, লুটপাট এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার। আমাদের সমাজকে ন্যায়ের পথে এগিয়ে নিতে হবে।”

তিনি বলেন, “আমরা ন্যায়ের পক্ষে দাঁড়াই, অন্যায় ও অসত্যের বিরুদ্ধে কথা বলি। যারা মাদক ব্যবসা এবং মানুষের সম্পদ লুটপাটের সঙ্গে যুক্ত, তাদের চিহ্নিত করতে হবে। আজকের এই জমায়েতে উপস্থিত সবাইকে শপথ নিতে হবে—কেউ যেন আমাদের দেশের সম্পদ বিদেশে পাচার করতে না পারে। আমাদের লড়াই একটি মাদকমুক্ত, সুন্দর ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ার জন্য।”

তিনি আরও বলেন, “আমরা কারো দাসত্ব করি না, অন্যায়ের কাছে মাথা নত করি না। যারা দেশের সম্পদ লুট করেছে এবং লুটেরাদের সহযোগিতা করেছে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। খেলাধুলার মতো কার্যক্রম কেবল বিনোদন নয়, এটি শৃঙ্খলা, নৈতিকতা এবং একতাবদ্ধ থাকার প্রতীক। ক্রিকেটে যেমন জয়ী হতে দলগতভাবে লড়াই করতে হয়, তেমনি আমাদের সমাজের সকল অন্যায় ও অসত্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে।”

শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কান্তিরহাটে এনটিবি প্রিমিয়ার লীগ আয়োজিত নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী শেখ আহমদ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ বন্দর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা ডায়াবেটিক হাসপাতালের প্রতিষ্ঠাতা সম্পাদক ও ইন্টারন্যাশনা মিডিয়া পরিচালক, দৈনিক আমাদের চট্টগ্রাম এর চীফ রিপোর্টার সাংবাদিক মুনীর চৌধুরী,
চট্টগ্রাম ব্যুরো মাইটিভির ব্যুরো চিফ ও চট্টবাণী পত্রিকার সম্পাদক নুরুল কবির।
চাতরী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শান্তনু মজুমদার, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মোক্তার সওদাগর এবং ছাত্রনেতা আরিফুল ইসলাম রণি।
এছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক আমাদের চট্টগ্রামের সহসম্পাদক আ.ন.ম. তাজওয়ার আলম, ফটো সাংবাদিক নুরুল আজম, আনোয়ারা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম এবং যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম।

ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে চাপাতলী ভিক্টোরিয়াস ক্রিকেট একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় গোবাদিয়া খাঁন গ্রুপ।
শেষে মিজানুর রহমান চৌধুরী উপস্থিত দর্শক ও খেলোয়াড়দের সমাজকে মাদকমুক্ত ও লুটেরামুক্ত করতে শপথ নিতে আহ্বান জানান এবং সকলকে শান্তিপূর্ণভাবে খেলা উপভোগ করার অনুরোধ জানান।