মুন্সীগঞ্জের সিরাজদিখানের নিমতলা এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কায় ৫ জন নিহত হয়েছেন। নিহত ৫ জনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।
বৃহস্পতিবার (৮ মে) দুপুরে ঘটনাস্থলে একজন এবং চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, এই চারজন হাসপাতালে আসার আগেই মারা গেছে।
ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্প ইনচার্জ ইন্সপেক্টর ফারুক চারজনের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, এ দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
নিহতরা হলেন, আফসানা আক্তার (২০), মো. বিল্লাল হোসেন (৪০), সামাদ ফকির (৫০) ও অ্যাম্বুলেন্সচালক মো. মাহবুব হোসেন (৪০)। নিহত আরেক নরীর মরদেহ ঘটনাস্থলে রয়েছে। তার নাম নিশ্চিত হওয়া যায়নি।
হাইওয়ে হাসাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, মাওয়া নিমতলা এলাকায় একটি অ্যাম্বুলেন্সকে বাস ধাক্কা দিলে ঘটনাস্থলে একজন মারা যায়। আর অ্যাম্বুলেন্সে থাকা আহতদের বেশ কয়েকজনকে ঢাকা মেডিকেল পাঠানো হয়েছে। ঢাকা মেডিকেলে কেউ মারা গিয়েছে কি না বিষয়টি তার জানা নেই। তবে খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানান। পাশাপাশি অ্যাম্বুলেন্স ও বাস পুলিশ হেফাজতে আছে।