মাইলস্টোন ট্র্যাজেডির শোক স্মরণে সিরাজগঞ্জে হিউম্যান রাইটস এন্ড পিস ফর দোয়া মাহফিল

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনায় হতাহতদের স্মরণে হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশের সিরাজগঞ্জ ইউনিটে
র উদ্যোগে কোরআনখানি, শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ জুলাই) বাদ মাগরিব সিরাজগঞ্জ প্রেসক্লাব ভবনের অফিসে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের আশু সুস্থতা কামনায় সংগঠনটি এ কর্মসূচি পালন করে।
হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশের সিরাজগঞ্জ ইউনিটের প্রেসিডেন্ট এডভোকেট শহীদুল ইসলাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ইন্না, যমুনা টেলিভিশনের সিনিয়র স্টাফ রিপোর্টার প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা রুবেল।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এটিএন বাংলা ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি ফেরদৌস হাসান।
আলোচনা সভা পরিচালনা করেন প্রেসক্লাবের প্রেসক্লাবের দফতর সম্পাদক শেখ মোহাম্মদ এনামুল হক।
আরও বক্তব্য রাখেন প্রেসক্লাবের সদস্য মোনায়েম খান ও মাকসুদা খাতুন।
অনুষ্ঠানের সভাপতি এডভোকেট শহীদুল ইসলাম হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশের পক্ষ থেকে উত্তরার মাইলস্টোন ট্র্যাজেডিতে শহীদ পরিবারকে পাঁচকোটি টাকার ক্ষতিপূরণ, আহতদের সরকারি ব্যবস্থাপনায় বিদেশে চিকিৎসা সহ প্রত্যেক পরিবারকে এককোটি টাকা ক্ষতি পূরণের দাবী জানান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলোয়াত করেন প্রেসক্লাবের সদস্য রফিউল আলম বাবুল এবং নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা।
পরে উত্তরার মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ও আহতদের সুস্থতা কামনা করে ফাতেহা শরীফ ও দোয়া করা হয়। দোয়া পরিচালনা করে প্রেসক্লাব সংলগ্ন জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মোয়াজ্জেম হোসেন।
দোয়া মাহফিল অনেক গণমাধ্যমকর্মী ও মানবাধিকার কর্মীরা অংশ নেন।