মহাসড়ক বন্ধ করে কৃষকদল নেতা খন্দকার নাসিরের সমাবেশ- যান চলাচল বন্ধ; ভোগান্তি চরমে।
আজ ৫ ফেব্রুয়ারি, বুধবার ফরিদপুর ১ আসনের বিতর্কিত বিএনপি নেতা খন্দকার নাসিরুল ইসলাম বোয়ালমারীস্থ সাতৈর বাজারে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
উল্লেখ্য, গত ২৫ শে জানুয়ারি “বিএনপির রাজনীতিতে আ. লীগ নেতারা সক্রিয়” শিরোনামে চ্যানেল 24 এ খন্দকার নাসিরের বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশিত হয়। এর আগে গত ২৪ শে জানুয়ারি দৈনিক সমকালে “কৃষক দল নেতা নাসিরুল এর বিরুদ্ধে নানা অভিযোগ” শিরোনাম অন্য একটি রিপোর্ট প্রকাশিত হয়।
উক্ত রিপোর্টগুলো সহ ডজনখানেক প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াতে প্রকাশিত সংবাদে ৫ আগস্ট পরবর্তী সময়ে খন্দকার নাসিরের নানা অনিয়ম, দুর্নীতির তথ্য তুলে ধরা হয়, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়।
দলের শৃঙ্খলা পরিপন্থী অভিযোগগুলোর মধ্যে অন্যতম ছিল আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসীদের অর্থের বিনিময়ে বিএনপিতে পুনর্বাসন; মানুষের জায়গা জমি দখল; ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি; মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি এবং সাংবাদিকদের উপরে হামলা।
আজকের সমাবেশে বক্তারা খন্দকার নাসিরের বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে বলে দাবি করেন।
এদিকে ফরিদপুর আলফাডাঙ্গা মহাসড়ক বন্ধ করে সমাবেশ আয়োজনের ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়- চরম ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হয় অসুস্থ রোগী বহনকারী অ্যাম্বুলেন্স এবং জরুরী কাজে নিয়োজিত পরিবহন পরিবহনগুলো।
ভুক্তভোগী সাধারণ মানুষের সাথে আলাপকলে তারা বলেন ক্ষমতায় আসার আগেই খন্দকার সাহেব বিএনপি’র নাম ভাঙ্গিয়ে যে ধরনের জুলুম নির্যাতন শুরু করেছে তাতে সাধারণ মানুষ বিএনপি থেকে আদতে মুখ ফিরিয়ে নিচ্ছে। এভাবে চলতে থাকলে বরাবরের মতো এই আসনে বিএনপির ভরাডুবি হবে তাতে কোন সন্দেহ নেই।