দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক জনাব তারেক রহমানের প্রতি মনোনয়নপ্রাপ্ত হওয়ায় "ধন্যবাদ ও কৃতজ্ঞতা হবিগঞ্জ-০৪-এর — সৈয়দ ফয়সলের নির্বাচনী বার্তা" দিয়েছেন- তিনি বলেন-
বিসমিল্লাহির রাহমানির রাহিম, আমার চুনারুঘাট ও মাধবপুর উপজেলার মুরুব্বীয়ান, ভাই ও বোনেরা,আসসালামু আলাইকুম ও আদাব।
আমি সৈয়দ মোহাম্মদ ফয়সল, আপনাদেরই সন্তান। প্রায় ৩ যুগেরও বেশি সময় ধরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর একজন ক্ষুদ্র কর্মী ও সেবক হিসেবে সুখ-দুঃখ ও অধিকার আদায়ের সংগ্রামে সবসময় পাশে ছিলাম এবং যতদিন বেঁচে আছে, আপনাদের পাশেই থাকবো, ইনশাআল্লাহ।
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দল থেকে "ধানের শীষের প্রার্থী হিসেবে" আমাকে আপনাদের সেবা করার জন্য মনোনীত করায়, আমি প্রথমে রাহমানুর রাহীম, মহান আল্লাহ তা’য়ালার প্রতি শুকরিয়া জানাই। আমি গভীর কৃতজ্ঞতা জানাই আমার দলের আপোষহীন দেশনেত্রী, গণতন্ত্রের মাতা, ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং আমাদের আগামীর রাষ্ট্রনায়ক, আমাদের নেতা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি, যিনি এই কঠিন সময়েও দলকে সুসংগঠিত করে এশিয়ার অন্যতম বৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দলে পরিণত করেছেন।
আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই বিএনপি'র সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি, দলের নিবেদিত প্রাণ সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি, দেশের কান্ডারী দেশপ্রেমিক নাগরিক সমাজ ও প্রবাসী ভাই-বোনদের প্রতি এবং বাংলাদেশের তারুণ্যের শক্তি, তরুণ প্রজন্মের প্রতি, মাটি ও মানুষের সাথে মিশে থাকা চা বাগানের ভাইবোন ও সব ধর্মের সম্মানিত লোকদের প্রতি যারা আমার উপর সব সময় পূর্ণ আস্থা রেখেছেন।
আমি আমার দলের সেই সকল ত্যাগী ও সম্মানিত সহকর্মীদেরকেও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই, যারা এই হবিগঞ্জ-৪ আসন থেকে দলের মনোনয়ন প্রত্যাশী ছিলেন- বিএনপি নেত্রী শাম্মাী আক্তার ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা এডভোকেট আমিনুল ইসলাম-এর প্রতি। তারা দলীয় শৃঙ্খলা ও আদর্শের প্রতি অবিচল থেকে দলের সিদ্ধান্তকে আন্তরিক সম্মানের সাথে মেনে নিয়ে আমার প্রতি ইতোমধ্যে সমর্থন জানিয়েছেন। তাদের সমর্থন এটাই প্রমাণ করে যে, আমরা দল ও দেশের বৃহত্তর কল্যাণের স্বার্থে এক প্রাণ ও ঐক্যবদ্ধ শক্তি। কারণ বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে আমাদের চিরন্তন আদর্শ হলো-'ব্যক্তির আগে দল এবং দলের আগে দেশ'। একটি সমৃদ্ধ, শান্তিময় ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার এই সংগ্রামে ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি ও প্রেরণা।
প্রিয় এলাকাবাসী,আসুন, অতীতের সকল ভুলভান্তি ভুলে গিয়ে আমরা সবাই মিলে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের প্রিয় ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমানকে একটি বিজয় উপহার দেই। যে বিজয় হবে বাংলাদেশের আপামর জনগণের বিজয়, যে বিজয় হবে গণতন্ত্রের সূর্যোদয় ও অধিকার পুনরুদ্ধারের বিজয়, যে বিজয় হবে চুনারুঘাট ও মাধবপুরের লাখো জনতার প্রাণের দাবি ও বিজয়।
আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।
শহীদ জিয়া, অমর হোক,
দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জিন্দাবাদ
তারুণের অহংকার তারেক রহমান, জিন্দাবাদ
-সৈয়দ মোহাম্মদ ফয়সল,
জাতীয়তাবাদী দল-বিএনপি’র মনোনীত এমপি প্রার্থী
হবিগঞ্জ-৪ (মাধবপুর ও হবিগঞ্জ) আসন