দেশে আর নেই জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মধ্যরাতের নিঃশব্দ এক সিদ্ধান্তে বিলুপ্ত করা হয়েছে এই দীর্ঘদিনের সংস্থাটি। কঠোর গোপনীয়তার সঙ্গে গঠিত হয়েছে দুটি নতুন বিভাগ— ‘রাজস্ব নীতি বিভাগ’ এবং ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’।
গতকাল সোমবার রাতে অন্তর্বর্তী সরকারের জারি করা ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ’-এর মাধ্যমে এনবিআরের বিলুপ্তি চূড়ান্ত করা হয়।
উল্লেখযোগ্য বিষয় হলো, বিসিএস আয়কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তারা অধ্যাদেশটির বিরোধিতা করে নানা পর্যায়ে মতামত দিলেও সেসব উপেক্ষা করেই অধ্যাদেশটি কার্যকর করা হয়েছে।
তবে অধ্যাদেশে রাজস্ব নীতি বিভাগের দায়িত্বে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। এই বিভাগ কর আইন প্রয়োগ এবং কর আদায় প্রক্রিয়া পর্যবেক্ষণ করবে।
অন্যদিকে, রাজস্ব সংগ্রহের মূল দায়িত্ব পালন করবে ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’। এই বিভাগের প্রশাসনিক কাঠামোয় প্রশাসন ক্যাডারের পাশাপাশি অন্তর্ভুক্ত করা হয়েছে আয়কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তাদেরও।
বহুল আলোচিত এই পরিবর্তন কর প্রশাসনের কাঠামোয় একটি যুগান্তকারী রূপান্তর বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এসআই