ফরিদপুরের মধুখালী উপজেলায় মৌমাছির আক্রমণে সুশান্ত কুমার সাহা (৩৮) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ১৬ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দুইজনকে গুরুতর অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে পৌরসভার পশ্চিম গাড়াখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, এলাকার একটি গাছে থাকা মৌমাছির চাকে পাখির আক্রমণ হলে মৌমাছির দল আতঙ্কিত হয়ে পথচারীদের আক্রমণ করে।
মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. কবির সরদার জানান, সুশান্ত সাহাকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। তার শরীরে ৩০ থেকে ৪০টি মৌমাছির কামড়ের দাগ পাওয়া গেছে। বিষক্রিয়ার কারণেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আহতদের মধ্যে শান্ত দাস (২৫) ও মহাসিন শেখ (১৭) গুরুতর অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিশেষজ্ঞরা জানান, মৌমাছির চাকে বিরক্ত করা হলে এমন আক্রমণ ঘটতে পারে। এ বিষয়ে এলাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।