London ০৮:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:

মজলুম জালিম হলে পৃথিবীতে বসবাস অযোগ্য হয়ে পড়ে, ছাত্রদলকে হাসনাত

অনলাইন ডেস্ক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ছাত্রদলকে উদ্দেশ করে বলেছেন, আপনারা মজলুম ছিলেন, জালিম হবেন না। মজলুম জালিম হলে পৃথিবীতে বসবাস অযোগ্য হয়ে পড়ে। শিক্ষার্থীরা কেমন রাজনীতি করতে চায়, তা জেনে তাদের মত অনুযায়ী রাজনীতি করতে হবে। আপনারা যদি ছাত্রলীগের মতো রাজনীতি করতে চান, সাদ্দামের যে পরিণতি হয়েছে আপনাদেরও তাই হবে।

কুয়েট শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ সময় তিনি এসব কথা বলেন।

সন্ধ্যা সাড়ে ৭টায় টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে এ সমাবেশ শুরু হয়, শেষ হয় রাত সাড়ে ৯টায়। মিছিলটি টিএসসি থেকে ভিসি চত্বর, এরপর হলপাড়া হয়ে রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। এসময় বিক্ষোভকারীরা ‘কুয়েটে রক্ত ঝরে, ওয়াসিম তোমায় মনে পড়ে’, ‘সাঈদ-ওয়াসিম-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘দিয়েছি তো রক্ত আরও দেবো রক্ত’সহ বিভিন্ন স্লোগান দেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, একটা ব্যানার ধরতে ছয় জন মানুষের প্রয়োজন হয়। গত ১৬ বছর এই ৬ জন মানুষ আপনাদের ছিল না। আজ আপনাদের পেছনে শত শত মানুষ। এই মানুষগুলোই গত ১৬ বছর ছাত্রলীগের পেছনে ছিল। এটি যে শিক্ষার্থীদের কারণে সম্ভব হয়েছে আপনারা তাদের বিরুদ্ধে যাবেন না। গত ১৬ বছরের নির্যাতনের কথা ভুলে যাবেন না। যদি আপনারা ছাত্রলীগের রাজনীতি অনুসরণ করেন আপনারাও ছাত্রলীগের পথেই যাবেন। পরিণতি ঠিক ছাত্রলীগের মতোই হবে।

কুয়েটে সংগঠিত এ ঘটনার পরিপ্রেক্ষিতে বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করে তিনি বলেন, আগামীকাল (বুধবার) দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে জুলাই ও আজকের নির্যাতনের ভিডিও প্রদর্শন করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বিকাল ৩টায় এটি প্রদর্শন করা হবে।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল বলেন, ৫ আগস্টের আগের জাহিলি আমলে আমরা আর ফেরত যেতে চাই না। যারা আবার ছাত্রলীগের মতো হতে চাইবে তাদের বিরুদ্ধে আমরা আবার দাঁড়াবো। যেসব ছাত্র সংগঠন এখনও ৫ আগস্টের আগের রাজনীতি করছেন আপনারা অবিলম্বে আপনাদের সংগঠনকে ৫ আগস্টের পরের রাজনীতিতে আসুন। স্ট্যাম্প, লাঠির রাজনীতি বন্ধ করুন। প্রয়োজনে আমরা আবার একটি জুলাই বরণ করতে প্রস্তুত আছি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল কাদের বলেন, জুলাই পরবর্তী বাংলাদেশে কোনও দখলদারত্বের ঠাঁই হবে না। বিশ্ববিদ্যালয়ে যেমন ছাত্ররাজনীতির দরকার আছে, তেমনি শিক্ষার্থীদের কনসার্ন নিয়ে কাজ করতে হবে। যারা জোর-জবরদস্তি করে রাজনীতি খাওয়ানোর চেষ্টা করে, তাদের পরিণতি ছাত্রলীগের মতো হবে। ছাত্রলীগ তো অনেক পরাক্রমশালী ছিল, তাদের আমরা বিদায় করেছি। ছাত্রদল তো গতকাল সকালে ক্যাম্পাসে প্রবেশ করেছে, আমরা ছাত্রদলকে ক্যাম্পাসে নিয়ে এসেছি। তারা যদি আবার শিক্ষার্থীদের ওপর হাত দিতে চায় আমরা তাদেরও প্রতিহত করবো।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
আপডেট : ০৪:৫১:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
Translate »

মজলুম জালিম হলে পৃথিবীতে বসবাস অযোগ্য হয়ে পড়ে, ছাত্রদলকে হাসনাত

আপডেট : ০৪:৫১:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ছাত্রদলকে উদ্দেশ করে বলেছেন, আপনারা মজলুম ছিলেন, জালিম হবেন না। মজলুম জালিম হলে পৃথিবীতে বসবাস অযোগ্য হয়ে পড়ে। শিক্ষার্থীরা কেমন রাজনীতি করতে চায়, তা জেনে তাদের মত অনুযায়ী রাজনীতি করতে হবে। আপনারা যদি ছাত্রলীগের মতো রাজনীতি করতে চান, সাদ্দামের যে পরিণতি হয়েছে আপনাদেরও তাই হবে।

কুয়েট শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ সময় তিনি এসব কথা বলেন।

সন্ধ্যা সাড়ে ৭টায় টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে এ সমাবেশ শুরু হয়, শেষ হয় রাত সাড়ে ৯টায়। মিছিলটি টিএসসি থেকে ভিসি চত্বর, এরপর হলপাড়া হয়ে রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। এসময় বিক্ষোভকারীরা ‘কুয়েটে রক্ত ঝরে, ওয়াসিম তোমায় মনে পড়ে’, ‘সাঈদ-ওয়াসিম-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘দিয়েছি তো রক্ত আরও দেবো রক্ত’সহ বিভিন্ন স্লোগান দেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, একটা ব্যানার ধরতে ছয় জন মানুষের প্রয়োজন হয়। গত ১৬ বছর এই ৬ জন মানুষ আপনাদের ছিল না। আজ আপনাদের পেছনে শত শত মানুষ। এই মানুষগুলোই গত ১৬ বছর ছাত্রলীগের পেছনে ছিল। এটি যে শিক্ষার্থীদের কারণে সম্ভব হয়েছে আপনারা তাদের বিরুদ্ধে যাবেন না। গত ১৬ বছরের নির্যাতনের কথা ভুলে যাবেন না। যদি আপনারা ছাত্রলীগের রাজনীতি অনুসরণ করেন আপনারাও ছাত্রলীগের পথেই যাবেন। পরিণতি ঠিক ছাত্রলীগের মতোই হবে।

কুয়েটে সংগঠিত এ ঘটনার পরিপ্রেক্ষিতে বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করে তিনি বলেন, আগামীকাল (বুধবার) দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে জুলাই ও আজকের নির্যাতনের ভিডিও প্রদর্শন করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বিকাল ৩টায় এটি প্রদর্শন করা হবে।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল বলেন, ৫ আগস্টের আগের জাহিলি আমলে আমরা আর ফেরত যেতে চাই না। যারা আবার ছাত্রলীগের মতো হতে চাইবে তাদের বিরুদ্ধে আমরা আবার দাঁড়াবো। যেসব ছাত্র সংগঠন এখনও ৫ আগস্টের আগের রাজনীতি করছেন আপনারা অবিলম্বে আপনাদের সংগঠনকে ৫ আগস্টের পরের রাজনীতিতে আসুন। স্ট্যাম্প, লাঠির রাজনীতি বন্ধ করুন। প্রয়োজনে আমরা আবার একটি জুলাই বরণ করতে প্রস্তুত আছি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল কাদের বলেন, জুলাই পরবর্তী বাংলাদেশে কোনও দখলদারত্বের ঠাঁই হবে না। বিশ্ববিদ্যালয়ে যেমন ছাত্ররাজনীতির দরকার আছে, তেমনি শিক্ষার্থীদের কনসার্ন নিয়ে কাজ করতে হবে। যারা জোর-জবরদস্তি করে রাজনীতি খাওয়ানোর চেষ্টা করে, তাদের পরিণতি ছাত্রলীগের মতো হবে। ছাত্রলীগ তো অনেক পরাক্রমশালী ছিল, তাদের আমরা বিদায় করেছি। ছাত্রদল তো গতকাল সকালে ক্যাম্পাসে প্রবেশ করেছে, আমরা ছাত্রদলকে ক্যাম্পাসে নিয়ে এসেছি। তারা যদি আবার শিক্ষার্থীদের ওপর হাত দিতে চায় আমরা তাদেরও প্রতিহত করবো।