জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অভিযোগ, অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি
মওদুদী বাহিনীকে প্রতিহত করতে হবে – খন্দকার নাসির।

“যারা পাকিস্তানি মওদুদীর আদর্শে চলেছে, মহান মুক্তিযুদ্ধে দেশবিরোধী ভূমিকা রেখেছে, আমাদের নবী করীম (সাঃ) নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে—তাদের জায়গা বাংলাদেশের ক্ষমতায় নয়। মওদুদী বাহিনীকে প্রতিহত করতেই হবে,”—কর্মী সম্মেলনের মঞ্চে দাঁড়িয়ে বজ্রকণ্ঠে ঘোষণা দিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম।
আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে আলফাডাঙ্গা উপজেলা পরিষদের মাল্টিপারপাস হল রুমে, আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির কর্মী সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন, “একটি দল এতদিন বিএনপির কাঁধে চড়ে চলেছে এখন ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। মুক্তিযুদ্ধের সময় যারা পাকিস্তানিদের হাতে দেশের সম্পদ, মা-বোনদের ইজ্জত তুলে দিয়েছিল, মানুষ হত্যা করেছিল—তাদের পুনরুত্থান ঠেকাতে হবে।”এ সময় আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ কে উদ্দেশ্য করে বলেন গত বছর থানায় একটি মামলা হয়েছে অস্ত্র মিছিলের যারা ছিলো তাদের কে দিয়ে অনতিলম্বে এই মামলার চার্জশিট দিতে হবে,চার্জশিট না দিয়ে নিরীহ মানুষ ধরে চালন দিবেন,বানিজ্য করবেন, আমরা এটা মেনে নিবো না,প্রয়োজনে জনগনকে সাথে নিয়ে থানা ঘেরাও করবো।
সম্মেলনে বক্তারা বলেন, আগামী দিনে বিএনপিকে এমন নেতৃত্ব গড়ে তুলতে হবে যারা ভালো কাজের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করবে। রাষ্ট্রীয় ক্ষমতায় ফিরতে হলে জনগণের সন্তুষ্টিই হতে হবে মূল শক্তি। কোন দুষ্কৃতকারীর বিএনপিতে ঠাঁই হবে না, যারা এতদিন দলের জন্য কোনো ভূমিকা রাখেননি তারাও নেতা হতে পারবেন না। মামলা বানিজ্য করে মানুষের ভোট পাওয়া যায় না—এমন সতর্কবার্তাও দেন তারা।
কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদারেস আলী ঈসা। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন। এছাড়া জেলা বিএনপির শীর্ষ নেতারা, সদ্য বিলুপ্ত উপজেলা ও পৌর বিএনপি কমিটির নেতৃবৃন্দ এবং সহযোগী সংগঠনের কর্মীরা অংশ নেন।