ভেনেজুয়েলার সাবেক তেলমন্ত্রী গ্রেফতার
ভেনেজুয়েলার সাবেক তেলমন্ত্রী পেদ্রো টেলেচিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি মার্কিন গোয়েন্দা সংস্থার পরিচালিত একটি প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। টেলেচিয়া কিছুদিন আগে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেন।
রবিবার তাকে গ্রেফতার করা হয় এবং সোমবার তার গ্রেফতারের বিস্তারিত তথ্য জানানো হয়। দেশটির অ্যাটর্নি জেনারেল তারেক উইলিয়াম সাআব এক বিবৃতিতে জানান, পেদ্রো টেলেচিয়া এবং তার সহযোগীরা ভেনেজুয়েলার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি পেট্রোলিওস দে ভেনেজুয়েলা এসএ (PDVSA) এর মাধ্যমে একটি মার্কিন গোয়েন্দা সংস্থার অধীনস্থ কোম্পানিতে অবৈধভাবে ‘একটি স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা’ সরবরাহের কাজে সহযোগিতা করেছেন।সাআব আরও জানান, টেলেচিয়া ওই কোম্পানির হাতে ব্রেন তুলে দিয়ে ভেনেজুয়েলার জাতীয় সার্বভৌমত্ব লঙ্ঘন করেছেন। তার সাথে আরও কিছু ঘনিষ্ঠ সহযোগীকেও গ্রেফতার করা হয়েছে। যদিও তাদের নাম প্রকাশ করা হয়নি।
টেলেচিয়া একসময় সেনাবাহিনীর কর্নেল ছিলেন। মাত্র কয়েক মাস তেলমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তবে তিনি গত সপ্তাহে হঠাৎ পদত্যাগ করেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘স্বাস্থ্যগত সমস্যার কারণে তাৎক্ষণিক চিকিৎসার প্রয়োজন’ উল্লেখ করে পদত্যাগের কারণ ব্যাখ্যা করেন।
২০২৩ সালের মার্চ মাসে তেলমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার পর টেলেচিয়া আগস্টে মন্ত্রিসভার পুনর্গঠনের সময় শিল্পমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিতর্কিত নির্বাচনী জয়ের পর এই পদক্ষেপ নেওয়া হয়। তার আগে জানুয়ারি ২০২৩ এ তাকে PDVSA’র প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।
ভেনেজুয়েলার সাম্প্রতিক নির্বাচনের পর, মাদুরোর বিরুদ্ধে ভোট জালিয়াতির অভিযোগ এনে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। এই বিক্ষোভে ২,৪০০ এর বেশি মানুষ গ্রেফতার এবং কমপক্ষে ২৭ জন নিহত হন।