ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ৪ বাংলাদেশি আটক
মাথা পিছু ৪০০০ রুপির বিনিময়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা। কিন্তু তার আগেই বিএসএফের অতি সতর্কতার কারণে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে ব্যর্থ হয়েছে অবৈধ অনুপ্রবেশের প্রচেষ্টা।
অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে চার বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। আর বাংলাদেশিদের ভারতে প্রবেশের সহায়তা করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক ভারতীয় দালালকেও।মঙ্গলবার পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে বিএসএফের দক্ষিণবঙ্গ সীমান্তের ৭৩তম ব্যাটালিয়নের সদস্যরা। পরে তাদের কাছ থেকে চারটি ভুয়া ভারতীয় আধার কার্ড উদ্ধার করা হয়।
গ্রেফতার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, ভুয়া আধার কার্ড নিয়ে তারা প্রত্যেকেই ভারতের চেন্নাই ভ্রমণের উদ্দেশ্যে যাচ্ছিল। ওই চার বাংলাদেশি নাগরিককে ভারতে প্রবেশের সহযোগিতায় একজন ভারতীয় দালালকেও গ্রেফতার করা হয়েছে।
বিএসএফের পক্ষে এক বিবৃতিতে জানানো হয়েছে, মঙ্গলবার আনুমানিক বিকাল ৩টা ৩৫ মিনিটের দিকে বিএসএফের ৭৩তম ব্যাটালিয়নের অন্তর্গত বামনাবাদ সীমান্ত চৌকি (বিওপি) এলাকায় আন্তর্জাতিক সীমান্তের কাছে সন্দেহজনক গতিবিধি লক্ষ করেন বিএসএফ জওয়ানরা। পাঁচজন ব্যক্তি বাংলাদেশ থেকে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করছিল।
এরপর অনুপ্রবেশকারীদের দিকে এগিয়ে যায় বিএসএফ জওয়ানরা। তাদের আটকানোর চেষ্টা করে। উল্টো অনুপ্রবেশকারীরা প্রতিরোধ করে এবং জোর করে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করে। এসময় পাল্টা জবাব দেয় বিএসএফ সদস্যরা। ফলে অনুপ্রবেশকারীরা ছত্রভঙ্গ হয়ে লম্বা ঘাসের মধ্যে লুকানোর চেষ্টা করে। বিএসএফের ‘কুইক রেসপন্স টিম’র (কিউআরটি) সদস্যরাও অতি তৎপরতার সাথে সেখানে অভিযান চালিয়ে ওই পাঁচ সন্দেহভাজনকে গ্রেফতার করে।
পরে তাদের আরও জিজ্ঞাসাবাদের জন্য বামনাবাদ সীমান্ত চৌকিতে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, পাঁচজনের মধ্যে একজন ভারতীয় দালাল এবং বাকি চারজন অবৈধ বাংলাদেশি নাগরিক।
দালাল সন্দেহে গ্রেফতার ভারতীয় নাগরিক স্বীকার করেছে যে, আন্তর্জাতিক সীমান্তে বাংলাদেশিদের ভারতীয় ভূখণ্ডে প্রবেশে সহায়তা করতে সে মঙ্গলবার সেখানে এসেছিল। ভারতে সফলভাবে প্রবেশের পরে তাকে বাংলাদেশি নাগরিক প্রতি ৪ হাজার রুপি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বলেও জানান ওই ভারতীয় দালাল।
চার বাংলাদেশি নাগরিককে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, তারা বাংলাদেশের রাজশাহীর গোদাগাড়ী উপজেলার এক বাংলাদেশি দালালের মাধ্যমে ভুয়া ভারতীয় আধার কার্ড সংগ্রহ করেছিল। ভুয়া ভারতীয় পরিচয়পত্রের জন্য তারা প্রত্যেকে ১০০০ বাংলাদেশি টাকা দিয়েছিল। গোদাগাড়ীর বাসিন্দা গ্রেফতার বাংলাদেশিরা প্রত্যেকেই কাজের লোভে চেন্নাই যাওয়ার পরিকল্পনা করেছিল। গ্রেফতার ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মুর্শিদাবাদ জেলার রাণীনগর থানায় হস্তান্তর করা হয়।