নওগাঁ জেলার আত্রাই উপজেলায় মনিয়ারি ইউনিয়নের খড়ি-পুকুর গ্রামে এই ঘটনা ঘটেছে।
জানা যায়, মুক্তিযোদ্ধা মরহুম আব্দুর রহমানের স্ত্রী মফেলা বেগম ওরফে (মোরশেদা)তার স্বামীর মুক্তিযোদ্ধা ভাই মরহুম মোহাম্মদ আলী দেওয়ানের ওয়ারিশ না থাকায় তার ভাতিজি মোছাঃ মিনা বেগম (৪৫)কে তার স্বামীর ভাই মুক্তিযোদ্ধা মরহুম মোহাম্মদ আলী দেওয়ান এর মেয়ে বানিয়ে সুযোগ সুবিধা গ্রহণ ও ভাতা উত্তোলন করে আসছে দীর্ঘ কয়েক বছর যাবৎ।
আসল মুক্তিযোদ্ধার ভুয়া মেয়ে সেজে ভাতা উত্তোলনকারী মিনা বেগম একই ইউনিয়নের মশকিপুর গ্রামের বাসিন্দা।
দীর্ঘ কয়েক বছর যাবৎ ভাতা উত্তোলনকারী অভিযুক্ত মিনা বেগমের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি অশিক্ষিত মানুষ এই সব জানতেন না এসব মোরশেদা (মফেলা বেগম )চাচি করেছে।
মিনা বেগম আরও জানান, এ পর্যন্ত যতবার ভাতা উত্তোলন করেছেন ততবার ব্যাংকে মোরশেদা চাচি গিয়েছে এবং বিভিন্ন অফিসে জমা দেওয়ার কথা বলে মোরশেদা চাচি প্রতি মাসেই ভাতার টাকা থেকে অনেক টাকা নিয়েছেন।
আপনি মুক্তিযোদ্ধার মেয়ে না হয়েও ভাতা উত্তোলন করছেন কেন মুঠোফোনে এমন প্রশ্নের উত্তরে অভিযুক্ত মেয়ে জানান, তিনি অন্যায় করেছেন স্বীকার করে বলেন সবকিছু চাচীর পরামর্শে করেছেন ।
অনুসন্ধানে জানা গেছে, মরহুম মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী দেওয়ানের সহোদর জীবাত একমাত্র ভাই মোঃ জামসেদ আলী দেওয়ান একজন প্রবাসী।
তিনি দেশে এসে ওয়ারিশ দাবি করছেন ।
এবিষয়ে অভিযুক্ত মোরশেদা চাচির বাসায় একাধিকবার গিয়েও যোগাযোগ করা সম্ভব হয়নি গেটে তালা দেওয়া ছিল।
মুঠোফোনে যোগাযোগ করা হলেও সাড়া পাওয়া যায়নি।
এদিকে এলাকাবাসীর অভিযোগ, তাঁর স্বামী ও ভাসুর আসলেই মুক্তিযোদ্ধা কি না সন্দেহ আছে।
খোঁজ নিয়ে জানা যায়, মফেলা বেগমের ছেলে মোঃ মাহবুব মুক্তিযোদ্ধা কোটায় জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা হিসেবে চাকরি করছেন।
মাসে লক্ষ লক্ষ টাকা আয় তার এমনটাই জানা যায় অনুসন্ধানে।
অভিযোগ রয়েছে, মাহবুব রুমেল এলাকায় আসলে মানুষের মধ্যে ঝগড়া বিবাদ সৃষ্টি করে দেয়।
মাত্র কয়েক বছরে করেছেন ঢাকায় ফ্ল্যাট, শশুরবাড়িতে গরুর খামার, গ্রামেও রয়েছে মোটা অংকের সম্পত্তি।
অনুসন্ধানে আরো জানা যায়, রাজস্ব কর্মকর্তা রুমেল চাচাতো ভাইদের সম্পত্তি ভুয়া দলিল দিয়ে জমি দখল করে ভোগ করে আসছেন।
আসল মুক্তিযোদ্ধার ভুয়া মেয়ে সেজে ভাতা উত্তোলনকারী ও তাকে সহযোগিতাকারিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী ও সচেতন মহল।