ফিলিস্তিনের গণহত্যার প্রতিবাদে ইসরায়েলের বিরুদ্ধে তীব্র নিন্দা, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার অঙ্গীকার ব্রাহ্মণবাড়িয়া, ২১ মার্চ ২০২৫ (শুক্রবার) সন্ধ্যা ৬:৩০:
গণ অধিকার পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আয়োজনে স্থানীয় স্বপ্নীল কমিউনিটি সেন্টারে এক বিশেষ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী বিভিন্ন শ্রেণির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইফতার মাহফিল শেষে ফিলিস্তিনে চলমান গণহত্যার প্রতিবাদে এবং আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের বিরুদ্ধে এক বিক্ষোভ মিছিল বের করা হয়, যা ব্রাহ্মণবাড়িয়ার কাউতুলি এলাকা থেকে শুরু হয়ে প্রেসক্লাবের সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
ফিলিস্তিনের পক্ষে সংহতি ও সরকারের বিরুদ্ধে প্রতিবাদ
ইফতার পরবর্তী প্রতিবাদী সমাবেশে বক্তারা ইসরায়েলের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানান এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ফিলিস্তিনিদের রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
নেতারা বলেন, "ইসরায়েল সুপরিকল্পিতভাবে ফিলিস্তিনের জনগণের ওপর গণহত্যা চালাচ্ছে, যা মানবতার জন্য চরম হুমকি। শিশু, নারী ও নিরীহ মানুষের ওপর চালানো নৃশংসতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।"
এছাড়া, বক্তারা বর্তমান সরকারের একদলীয় শাসনব্যবস্থার বিরুদ্ধে কঠোর সমালোচনা করে বলেন, "বাংলাদেশে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের দুঃশাসন অবসানের জন্য একটি গণবিপ্লব প্রয়োজন।"
বক্তব্য রাখেন বিশিষ্ট নেতৃবৃন্দ
ইফতার ও বিক্ষোভ মিছিলে ব্রাহ্মণবাড়িয়া জেলা গণ অধিকার পরিষদের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তাঁদের মধ্যে ছিলেন—
🔹 সভাপতি: মোঃ আশরাফুল হাসান তপু
🔹 সহ-সভাপতি: হাসানুর রহমান ওবায়দুল্লাহ, লিটন হাসান জিহাদ, সাইফুদ্দিন সুমন, আতিক খান, মোঃ আলী আহমদ
🔹 সাধারণ সম্পাদক: মোঃ রাজিউর রহমান তানভীর
🔹 দপ্তর সম্পাদক: ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান দিনার
🔹 সহ-দপ্তর সম্পাদক: আসলাম খান চিশতি
🔹 নারী বিষয়ক সম্পাদক: সোহাকবির তিন্নি
🔹 আইন বিষয়ক সম্পাদক: এমদাদুল হক ভূঁইয়া, দেলোয়ার হোসেন
🔹 অর্থ সম্পাদক: মোঃ শিব্বির আহমেদ (যিনি শ্রমিক অধিকার পরিষদের আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন)
🔹 যুগ্ম সাধারণ সম্পাদক: হিজবুল্লাহ হেলালী, ইঞ্জিনিয়ার মোঃ ফখরুদ্দিন, কাউসার শিকদার, জাকির হোসেন ওবায়দুল, মোঃ মুস্তাকিম
🔹 সাংগঠনিক সম্পাদক: মোঃ মাসুম আহমেদ ও সহ-সাংগঠনিক সম্পাদকবৃন্দ
এছাড়া, ছাত্র অধিকার পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি সোহেল রানা রাফি, সাধারণ সম্পাদক সালমান আরিয়ান, দপ্তর সম্পাদক হেদায়েত নূরসহ ছাত্রনেতারা গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের উপস্থিতি
গণ অধিকার পরিষদের আয়োজনে আয়োজিত এই ইফতার মাহফিল ও বিক্ষোভ মিছিলে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
✅ হেফাজতে ইসলাম, বিএনপি, ছাত্রদলসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ
✅ স্থানীয় সংবাদ মাধ্যমের সাংবাদিক ও বিশিষ্টজনেরা
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আন্দোলন জোরদারের ঘোষণা
সমাবেশে বক্তারা বলেন, "বাংলাদেশে অবাধ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার রক্ষার লড়াইকে শক্তিশালী করতে গণ অধিকার পরিষদ কাজ করে যাচ্ছে।" তারা আরও বলেন, "স্বৈরাচারের পতন অনিবার্য, জনগণের ন্যায্য অধিকার ফিরিয়ে আনতে আমরা রাজপথে আছি এবং থাকবো।"
ইফতার ও বিশেষ দোয়া মাহফিল
অনুষ্ঠানে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। বিশেষ করে ফিলিস্তিনের নিরীহ জনগণের জন্য আল্লাহর দরবারে মোনাজাত করা হয়।
সার্বিক প্রতিক্রিয়া ও আয়োজনের প্রভাব
ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজিত এই ইফতার ও প্রতিবাদ কর্মসূচি ব্যাপক সাড়া ফেলেছে। এতে অংশ নেওয়া বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা একমত পোষণ করেন যে, বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, ফিলিস্তিনের মুক্তি এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনকে আরও বেগবান করা হবে।
গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ বলেন, "জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং দুঃশাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া হবে।" তারা আরও বলেন, "বাংলাদেশের জনগণ জেগে উঠেছে, তাদের ন্যায্য দাবির প্রশ্নে আর কোনো অন্যায়, দমন-পীড়ন সহ্য করা হবে না।"
শান্তিপূর্ণ ও সফল সমাপ্তি
এই আয়োজন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়, যা উপস্থিত সকলে প্রশংসা করেন। এটি ব্রাহ্মণবাড়িয়ায় গণ অধিকার পরিষদের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামাজিক কর্মসূচি হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।