ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা থেকে অপহৃত হওয়া রিফাত মিয়া (১৯) নামে এক যুবককে উদ্ধার করেছে পুলিশ ও সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের যৌথ বাহিনী। অভিযানে মূল অভিযুক্ত রেজাউল করিম (৩২) কে কসবা রেলস্টেশন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার হওয়া রেজাউল কসবা পৌরসভার দক্ষিণ কসবা গ্রামের মৃত মিলন মিয়ার ছেলে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল কাদের জানান, ডিজিএফআই পরিচয়ে রিফাতকে অপহরণ করা হয়েছিল। নবীনগর থানা পুলিশ বিষয়টি জানানোর পরপরই এসআই ফারুকের নেতৃত্বে অভিযান শুরু হয়। তথ্য প্রযুক্তির সহায়তায় অপহৃতকে উদ্ধার এবং অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রেজাউল অপহরণের বিষয়টি স্বীকার করেছে।
অপহৃত যুবকের আত্মীয় মিঠু জানান, মঙ্গলবার রাতে আহমেদপুর গ্রামে ডিজিএফআই পরিচয়ে একদল লোক এসে রিফাতকে জোর করে তুলে নিয়ে যায়। এ সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও অপহরণ ঠেকাতে ব্যর্থ হয়।
রিফাতের বাবা শহিদুল ইসলাম মালু অভিযোগ করে বলেন, “ঘটনার পর পুলিশকে মাইকিং করতে বললেও ওসি তা মানেননি। পুলিশ সামনে থাকলেও অপহরণকারীরা আমার ছেলেকে তুলে নিয়ে যায়।” তিনি আরও জানান, “রাত ৩টার দিকে অপহরণকারীরা আমার ফোনে কল দিয়ে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরদিন সকালে রিফাতের মায়ের নম্বরে কল দিয়ে দাবি বাড়িয়ে ৩ কোটি টাকা চায়।”
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার মো. এহতেশামুল হক জানান, “অপহৃত যুবককে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতার করে আইনানুগ প্রক্রিয়া চলছে।”