বেলকুচি উপজেলা স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের মাসে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় বর্ণাঢ্য র্যালি, বৃক্ষরোপণ কর্মসূচি ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ আগস্ট ২০২৫) বিকালে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে র্যালিতে পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা জাতীয় পতাকা, দলীয় পতাকা, রঙিন ব্যানার-ফেস্টুন ও ধানের শীষের প্রতীক হাতে বাদ্যযন্ত্রের তালে তালে অংশ নেন। র্যালিটি বেলকুচি অনার্স কলেজ প্রাঙ্গন থেকে শুরু হয়ে থানা মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সমাজসেবা বিষয়ক সম্পাদক মামুন হাসেমী দিপু।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খাইরুল ইসলাম আইয়ুব। প্রধান অতিথির বক্তব্যে মামুন হাসেমী দিপু বলেন, “স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মানুষের কল্যাণের জন্য। আজ বিএনপির বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে, নির্বাচন নিয়েও ষড়যন্ত্র হচ্ছে। এ অবস্থায় সবাইকে ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় কাজ করতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাংবাদিক তানভীর শাকিল, উপজেলা আহ্বায়ক নূর আলম সরকার, পৌর আহ্বায়ক ওমর ফারুক পলাশসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।