London ০৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বেগম খালেদা জিয়া: এক বিরল দৃষ্টান্ত,রুমানা মোর্শেদ কনকচাঁপা সিরাজগঞ্জে র‌্যাব-১২’র অভিযানে ১০৫ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পটুয়াখালীতে খাল দখলের বিরুদ্ধে জাতীয় খাল ও নদী রক্ষা কমিশন চেয়ারম্যানের কাছে অভিযোগ রাজশাহীতে দূর্নীতি প্রতিরোধমূলক বির্তক প্রতিযোগিতা পটুয়াখালীতে এবি পার্টির চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত রুয়েট ছাত্র ছাত্রীদের মানব বন্ধন আগামী ফেব্রুয়ারী মাসের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন হতে হবে,ইকবাল হাসান মাহমুদ টুকু রাজশাহীর বেসিক প্রকল্প ২ সফল হয় নাই লন্ডনের ব্রীক লেইন মসজিদে বিশিষ্ট সমাজসেবক লিয়াকত আলী সাহেবের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজশাহীতে ছিনতাইকারী আটক

বেগম খালেদা জিয়া: এক বিরল দৃষ্টান্ত,রুমানা মোর্শেদ কনকচাঁপা

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বেগম খালেদা জিয়ার নাম একটি অনন্য দৃষ্টান্ত। একজন নারী হিসেবে তিনি শুধু একটি রাজনৈতিক দল—বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)—এর নেতৃত্বই দেননি, তিনবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে প্রমাণ করেছেন যে সাহস, দূরদৃষ্টি এবং রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে জাতির নেতৃত্ব দেওয়া নারীর পক্ষেও সম্ভব।

স্বামীর মৃত্যুর পর রাজনীতিতে যোগ দিয়ে তিনি একের পর এক বাধা অতিক্রম করে নিজের অবস্থান সুদৃঢ় করেছেন। আন্দোলন, সংগ্রাম, কারাবরণ—সবই তিনি করেছেন দেশের গণতন্ত্র রক্ষার স্বার্থে। তাঁর নেতৃত্বে বাংলাদেশ বহু রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করেছে, এবং তিনি দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে উঠেছেন।

বিশ্ব রাজনীতিতে এমন অনেক নারী নেতৃত্বের দৃষ্টান্ত থাকলেও, বাংলাদেশের প্রেক্ষাপটে বেগম খালেদা জিয়া সত্যিকার অর্থেই এক বিরল দৃষ্টান্ত। তাঁর অবদান ও ত্যাগ আগামী প্রজন্মের জন্য রাজনৈতিক প্রেরণার উৎস হয়ে থাকবে।
চরগিরিস ইউনিয়ন বিএনপির সদস্য নবায়ন ও ফরম বিতরণ অনুষ্ঠানে রুমানা মোর্শেদ কনকচাঁপা বেগম খালেদা জিয়া সম্পর্কে এমনটাই মন্তব্য করে বলেছেন।

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চরগিরিস ইউনিয়ন বিএনপির সদস্য নবায়ন ও ফরম বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্র ঘোষিত কাজীপুর উপজেলা সম্মেলন প্রস্তুতকারী কমিটির সদস্য, আগামী জাতীয় সংসদ নির্বাচনে কাজীপুর থেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ও জনপ্রিয় কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা।

কনকচাঁপা জানান তার দাদাবাড়ী মাইজবাড়ি। তার দাদাভাই শেখ কাজেমুদ্দিন জলপাইগুড়ি জেলা স্কুলের শিক্ষক ছিলেন। তার নানা ভাই হরিনাথপুর নিবাসী মজিবর রহমান গোঁসাই বাড়ি উচ্চ বিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষক ছিলেন। এবং কনকচাঁপার বাবা আজিজুল হক মোর্শেদ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ডেপুটি ডিরেক্টর ছিলেন।

১৪ সালে কনকচাঁপা বিএনপিতে যোগদান করেন ও ১৮সালের জাতীয় নির্বাচনে সিরাজগঞ্জ ১আসন থেকে নির্বাচন অংশগ্রহণ করেন। ১৪ সাল থেকেই তিনি বিগত সরকারের আমলে পুরোপুরি নিষিদ্ধ ছিলেন বলে শিল্পী আমাদের জানান।
এ সময় রুমানা মোর্শেদ কনকচাঁপা বলেন, কাজীপুরে গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে তৃণমূলের নেতাকর্মীদের ভূমিকা গুরুত্বপূর্ণ। আমি কাজীপুরের মানুষের পাশে থাকতে চাই, তাদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে ধানের শীষের মনোনয়ন চাই।

আমি শুধু একজন শিল্পী নই, একজন দায়বদ্ধ মানুষ হিসেবে এই এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকতে চাই। কাজীপুরের জনগণের ভালবাসাই আমার রাজনীতির প্রেরণা। আপনারা পাশে থাকলে ধানের শীষের প্রতীক নিয়ে এই এলাকার সেবা করতে চাই।

শনিবার (০২ আগস্ট) সকালে রঘুনাথপুর উচ্চ বিদ্যালয় মাঠে চরগিরিস ইউনিয়ন বিএনপির সদস্য নবায়ন ও ফরম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি শ্রী অমর কৃষ্ণ দাশ।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন কাজীপুর উপজেলায় বিএনপির সাবেক সভাপতি মোঃ সেলিম রেজা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি ও জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য নাজমুল হাসান তালুকদার রানা, কাজীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কাজীপুর পৌরসভার সাবেক মেয়র প্রভাষক মোঃ আব্দুস সালাম, কাজীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রবিউল হাসানসহ প্রমুখ।

অনুষ্ঠানে আসা চরগিরিসের তরুণ শিক্ষার্থী রাবেয়া খাতুন বলেন, উনি আমাদের মনের কথা বলেন। তাঁর মুখে যখন দেশের কথা, গ্রামের কথা শুনি—তখন মনে হয় উনিই আমাদের সত্যিকারের প্রতিনিধি হতে পারেন।

একজন কৃষক মো. জিল্লুর রহমান বলেন, এখানে অনেকেই আসছে, কিন্তু এমন আন্তরিকভাবে কেউ কথা বলেনি। আমরা তাঁকে সমর্থন দিই।

স্থানীয় বাসিন্দা মো. শহিদুল ইসলাম বলেন, কনকচাঁপা আপা আমাদের এলাকার জন্য অনেক কিছু করার চেষ্টা করছেন। তিনি শুধু একজন শিল্পী না, একজন ভালো মানুষও।

অনুষ্ঠানে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
আপডেট : ০১:২৯:১১ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
Translate »

বেগম খালেদা জিয়া: এক বিরল দৃষ্টান্ত,রুমানা মোর্শেদ কনকচাঁপা

আপডেট : ০১:২৯:১১ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫

বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বেগম খালেদা জিয়ার নাম একটি অনন্য দৃষ্টান্ত। একজন নারী হিসেবে তিনি শুধু একটি রাজনৈতিক দল—বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)—এর নেতৃত্বই দেননি, তিনবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে প্রমাণ করেছেন যে সাহস, দূরদৃষ্টি এবং রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে জাতির নেতৃত্ব দেওয়া নারীর পক্ষেও সম্ভব।

স্বামীর মৃত্যুর পর রাজনীতিতে যোগ দিয়ে তিনি একের পর এক বাধা অতিক্রম করে নিজের অবস্থান সুদৃঢ় করেছেন। আন্দোলন, সংগ্রাম, কারাবরণ—সবই তিনি করেছেন দেশের গণতন্ত্র রক্ষার স্বার্থে। তাঁর নেতৃত্বে বাংলাদেশ বহু রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করেছে, এবং তিনি দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে উঠেছেন।

বিশ্ব রাজনীতিতে এমন অনেক নারী নেতৃত্বের দৃষ্টান্ত থাকলেও, বাংলাদেশের প্রেক্ষাপটে বেগম খালেদা জিয়া সত্যিকার অর্থেই এক বিরল দৃষ্টান্ত। তাঁর অবদান ও ত্যাগ আগামী প্রজন্মের জন্য রাজনৈতিক প্রেরণার উৎস হয়ে থাকবে।
চরগিরিস ইউনিয়ন বিএনপির সদস্য নবায়ন ও ফরম বিতরণ অনুষ্ঠানে রুমানা মোর্শেদ কনকচাঁপা বেগম খালেদা জিয়া সম্পর্কে এমনটাই মন্তব্য করে বলেছেন।

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চরগিরিস ইউনিয়ন বিএনপির সদস্য নবায়ন ও ফরম বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্র ঘোষিত কাজীপুর উপজেলা সম্মেলন প্রস্তুতকারী কমিটির সদস্য, আগামী জাতীয় সংসদ নির্বাচনে কাজীপুর থেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ও জনপ্রিয় কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা।

কনকচাঁপা জানান তার দাদাবাড়ী মাইজবাড়ি। তার দাদাভাই শেখ কাজেমুদ্দিন জলপাইগুড়ি জেলা স্কুলের শিক্ষক ছিলেন। তার নানা ভাই হরিনাথপুর নিবাসী মজিবর রহমান গোঁসাই বাড়ি উচ্চ বিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষক ছিলেন। এবং কনকচাঁপার বাবা আজিজুল হক মোর্শেদ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ডেপুটি ডিরেক্টর ছিলেন।

১৪ সালে কনকচাঁপা বিএনপিতে যোগদান করেন ও ১৮সালের জাতীয় নির্বাচনে সিরাজগঞ্জ ১আসন থেকে নির্বাচন অংশগ্রহণ করেন। ১৪ সাল থেকেই তিনি বিগত সরকারের আমলে পুরোপুরি নিষিদ্ধ ছিলেন বলে শিল্পী আমাদের জানান।
এ সময় রুমানা মোর্শেদ কনকচাঁপা বলেন, কাজীপুরে গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে তৃণমূলের নেতাকর্মীদের ভূমিকা গুরুত্বপূর্ণ। আমি কাজীপুরের মানুষের পাশে থাকতে চাই, তাদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে ধানের শীষের মনোনয়ন চাই।

আমি শুধু একজন শিল্পী নই, একজন দায়বদ্ধ মানুষ হিসেবে এই এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকতে চাই। কাজীপুরের জনগণের ভালবাসাই আমার রাজনীতির প্রেরণা। আপনারা পাশে থাকলে ধানের শীষের প্রতীক নিয়ে এই এলাকার সেবা করতে চাই।

শনিবার (০২ আগস্ট) সকালে রঘুনাথপুর উচ্চ বিদ্যালয় মাঠে চরগিরিস ইউনিয়ন বিএনপির সদস্য নবায়ন ও ফরম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি শ্রী অমর কৃষ্ণ দাশ।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন কাজীপুর উপজেলায় বিএনপির সাবেক সভাপতি মোঃ সেলিম রেজা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি ও জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য নাজমুল হাসান তালুকদার রানা, কাজীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কাজীপুর পৌরসভার সাবেক মেয়র প্রভাষক মোঃ আব্দুস সালাম, কাজীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রবিউল হাসানসহ প্রমুখ।

অনুষ্ঠানে আসা চরগিরিসের তরুণ শিক্ষার্থী রাবেয়া খাতুন বলেন, উনি আমাদের মনের কথা বলেন। তাঁর মুখে যখন দেশের কথা, গ্রামের কথা শুনি—তখন মনে হয় উনিই আমাদের সত্যিকারের প্রতিনিধি হতে পারেন।

একজন কৃষক মো. জিল্লুর রহমান বলেন, এখানে অনেকেই আসছে, কিন্তু এমন আন্তরিকভাবে কেউ কথা বলেনি। আমরা তাঁকে সমর্থন দিই।

স্থানীয় বাসিন্দা মো. শহিদুল ইসলাম বলেন, কনকচাঁপা আপা আমাদের এলাকার জন্য অনেক কিছু করার চেষ্টা করছেন। তিনি শুধু একজন শিল্পী না, একজন ভালো মানুষও।

অনুষ্ঠানে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।