বৃষ্টিকে উপেক্ষা করে মহাসড়কে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় পরিবারের আন্দোলন

ডিপিপি দ্রুত অনুমোদন ও স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি ও পথনাটক, ১০ কিলোমিটার যানজট।
স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি) দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের আহ্বানে মহাসড়কে অবস্থান কর্মসূচি ও পথনাটক করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় পরিবার।
সোমবার (৪ আগস্ট ২০২৫) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ এর সামনে ঢাকা-পাবনা মহাসড়কে এই কর্মসূচি পালন করা হয়।
প্রচণ্ড বৃষ্টির মধ্যেও আন্দোলনকারীরা মহাসড়কে অবস্থান করে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা বৃষ্টিতে ভিজে স্লোগান, প্রতিবাদী কবিতা ও পথনাটকের মাধ্যমে দাবি জানান। ফলে মহাসড়কের দুই পাশে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
আন্দোলনকারীরা জানান, প্রতিষ্ঠার ৯ বছর পার হলেও এখনো বিশ্ববিদ্যালয়ের জন্য স্থায়ী ক্যাম্পাস নির্মাণে যৎসামান্য অঙ্কের ডিপিপি অনুমোদন না হওয়ায় শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাই হতাশ।
উল্লেখ্য, গত ২৬ জুলাই ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবস’-এর কর্মসূচি বর্জনের মধ্য দিয়েই শিক্ষক-শিক্ষার্থীরা তাদের আন্দোলনের ঘোষণা দেন এবং ডিপিপি দ্রুত অনুমোদনের দাবি জানান।