সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভা রবিবার (২৩ নভেম্বর ২০২৫) বিকেল ৪টায় জাবাখালী বাজারে অনুষ্ঠিত হয়। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়।
জনসভায় সভাপতিত্ব ও পরিচালনা করেন ইউনিয়ন আমির মাওলানা হারুনুর রশিদ। তিনি বলেন, সুষ্ঠু রাজনীতির মাধ্যমে মানুষের অধিকার প্রতিষ্ঠায় জামায়াত সবসময় কাজ করে এসেছে এবং সামনে আরও শক্তিশালীভাবে জনগণের পাশে দাঁড়াতে চায়।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা-০৪ আসনের সাবেক দুইবারের সংসদ সদস্য ও জামায়াত মনোনীত প্রার্থী গাজী নজরুল ইসলাম। তিনি বলেন, দেশের উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে রাজনৈতিক স্থিতিশীলতা জরুরি। চাঁদাবাজি, দুর্নীতি ও দখলবাজিমুক্ত সমাজ গঠনে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বিগত সময়ে এলাকায় বাস্তবায়িত উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন এবং নতুন করে নির্বাচিত হলে আধুনিক যোগাযোগ ব্যবস্থা, শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক নিরাপত্তা জোরদারসহ বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথা উল্লেখ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা জামায়াতের সূরা সদস্য ও আমির মাওলানা আব্দুর রহমান বলেন, মানুষের আস্থা অর্জনই জামায়াতের মূল শক্তি। তিনি শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা নায়েবে আমির মাওলানা মঈনুদ্দিন আহমেদ, উপজেলা সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা, যুব বিভাগের সভাপতি সাইদী হাসান বুলবুল এবং কর্মপরিষদ সদস্য ডা. ইমাম হাসান।
সভায় ইউনিয়ন জামায়াতের সাবেক নায়েবে আমির ও সাবেক চেয়ারম্যান হাজী নজরুল ইসলামসহ এলাকার বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। নেতারা আসন্ন জাতীয় নির্বাচনে জনগণের সমর্থন অর্জনের লক্ষ্যে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।