২৮ জুলাই বিশ্ব হেপাটাইটিস বি দিবস উপলক্ষে চট্টগ্রামের কাজির দেউড়ি সিজেকেএস ভবনের ৪র্থ তলায় লিভার ফাউন্ডেশন ও লিভার রোগী কল্যাণ সংস্থার উদ্যোগে এক আলোচনা সভা ও সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এবারের বিশ্ব হেপাটাইটিস দিবসের প্রতিপাদ্য ছিল: “Let's break it down — হেপাটাইটিস নির্মূলে সব ধরনের বাধা বিপত্তি ভেঙে ফেলো”। উক্ত অনুষ্ঠানটি বাংলাদেশের মানুষের মধ্যে হেপাটাইটিস বি সম্পর্কে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে আয়োজন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন সম্পাদক ও প্রকাশক, দৈনিক আমাদের চট্টগ্রাম এবং দৈনিক আমাদের বাংলা, এবং বাংলাদেশ এডিটর ফোরামের সভাপতি, মিজানুর রহমান চৌধুরী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যুরো প্রধান, মাই টিভি এবং সম্পাদক ও প্রকাশক, সাপ্তাহিক চট্টবাণী, আলহাজ্ব নুরুল কবির। তিনি তাঁর বক্তব্যে বিশ্ব হেপাটাইটিস বি দিবসের গুরুত্ব তুলে ধরেন এবং জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডিপুটি রেজিস্ট্রার, মেরিন সিটি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, ডা. মোহাম্মদ সোয়াইব। তিনি হেপাটাইটিস বি প্রতিরোধে চিকিৎসাগত দৃষ্টিকোণ থেকে বিভিন্ন কার্যকরী পদক্ষেপ নিয়ে আলোচনা করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা, মনির আহমেদ ফাউন্ডেশন, এ কে এম মোসলেহ উদ্দিন, যিনি সমাজে হেপাটাইটিসের বিরুদ্ধে লড়াইয়ে অসামান্য ভূমিকা রাখার কথা উল্লেখ করেন।
এছাড়া, লিভার ফাউন্ডেশনের ও লিভার রোগী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা মুনীর চৌধুরী সভাপতিত্ব করেন। তিনি অনুষ্ঠানে জানান, লিভার ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতি সপ্তাহে অভিজ্ঞ ডাক্তারদের মাধ্যমে রোগীদের বিনামূল্যে পরামর্শ সেবা প্রদান করা হচ্ছে। তিনি আরও বলেন, লিভার সিরোসিসে আক্রান্ত দরিদ্র রোগীদের জন্য সমাজসেবা অধিদপ্তর থেকে ৫০ হাজার টাকা সহায়তা পাওয়ার ব্যবস্থা করা হয়েছে।
এতে আরও উপস্থিত ছিলেন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সবার মধ্যে এই স্বাস্থ্য সচেতনতামূলক অনুষ্ঠানটি ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে এবং হেপাটাইটিস বি নিয়ে জনসচেতনতা বৃদ্ধি পেয়েছে।