বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার একসময় চাকরিকালে বেশ কয়েকবার বিনা টিকিটে ট্রেন ভ্রমণ করেছিলেন। তবে অবসরে এসে নিজের বিবেকের তাড়নায় সেই বকেয়া ভাড়া পরিশোধ করে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
আজ শনিবার সকাল ৮:৩০ মিনিটে উপকূল এক্সপ্রেস ট্রেনে ভ্রমণের সময় তিনি ট্রেনের দায়িত্বপ্রাপ্ত টিটিই ইসমাইল হোসেনের কাছে আগের বিনা টিকিটে ভ্রমণের আনুমানিক হিসাব করে ১,০০০ টাকার টিকিট কেটে দেন। ট্রেনের টিকিটের ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে।
তিনি জানান, ‘বাসে বা ট্রেনে বিনা টিকিটে ভ্রমণ করলে দেশ ও জাতির অধিকার ক্ষুণ্ন হয়। এটি কোনোদিন মাফ হয় না।’ বিবেকের এমন তাড়না থেকেই তিনি এই সিদ্ধান্ত নেন এবং নিজের কাছে থাকা হিসাব অনুযায়ী সমস্ত ভাড়া একসঙ্গে পরিশোধ করেন।
এই মহৎ উদ্যোগের প্রশংসা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। তারা মনে করেন, এটি অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। উপকূল এক্সপ্রেস পেজের পক্ষ থেকে তার জন্য শুভকামনা ও ভালোবাসা জানানো হয়েছে।
উল্লেখ্য, বিনা টিকিটে ট্রেন ভ্রমণ আইনগতভাবে দণ্ডনীয় অপরাধ এবং ইসলামের দৃষ্টিকোণ থেকেও এটি গুনাহর কাজ। তাই সবাইকে নিয়ম মেনে টিকিট কেটে ভ্রমণ করার আহ্বান জানানো হয়েছে।
সূত্র: কসবা উপজেলা রেলওয়ে থেকে