সংবাদ শিরোনাম:
বিডিআর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ট্রাইব্যুনালে স্বজনদের অভিযোগ
২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টদের বিচারের দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দিয়েছেন শহীদ পরিবারের সদস্যরা।
তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকীসহ ৫৭ জনের বিরুদ্ধে অভিযোগ জমা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) শহীদ পরিবারের পক্ষে অ্যাডভোকেট উদয় তাসমীর বিষয়টি নিশ্চিত করেছেন।
এসময় তৎকালীন বিডিআরের ডিজি মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে ব্যারিস্টার রাকিন আহমেদ, শহীদ কর্নেল মুজিবুল হকের স্ত্রী ফেরদৌসী, কর্নেল কুদরত এলাহীর ছেলে সাকিব রহমানসহ ১৫-২০ জন শহীদ পরিবারের সদস্য উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
Translate »