বিটিভির লোগো
বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মাহবুবুল আলম। আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, মাহবুবুল আলমকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে দুই বছরের জন্য চুক্তি ভিত্তিতে বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।
ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর জনপ্রশাসনসহ সরকারি চাকরির বিভিন্ন পদে নানা ধরনের পরিবর্তন হচ্ছে। গত ১৮ আগস্ট বিটিভি মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. জাহাংগীর আলমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছিল। এখন নতুন মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।
এদিকে কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক পদে নিয়োগ পেয়েছেন মো. লতিফুল ইসলাম। দুই বছরের চুক্তি ভিত্তিতে তিনি এই পদে নিয়োগ পেয়েছেন।