
আল্লাহর নামে সূচনা করে যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা লন্ডনে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে প্রহসনমূলক রায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। তাদের দাবি—অবৈধ ও অগণতান্ত্রিকভাবে ক্ষমতা দখলকারী খুনী ইউনুস গং-এর নিয়ন্ত্রিত তথাকথিত “ক্যাংগারু কোর্ট” গণতন্ত্রের বাতিঘর, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত রায় প্রদান করেছে।
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, লন্ডনের ঐতিহাসিক আলতাব আলী পার্কে আয়োজিত এই সমাবেশে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি, আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং সাধারণ গণতন্ত্রকামী নাগরিকেরা অংশগ্রহণ করেন। বক্তারা রায়টিকে “রাষ্ট্রবিরোধী চক্রান্ত” এবং “গণতন্ত্র হত্যার নীলনকশা” হিসেবে আখ্যায়িত করেন।
সমাবেশে উপস্থিত ছিলেন—আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেটের সাবেক মেয়র ,আব্দুল আহাদ চৌধুরী, অর্গানাইজিং সেক্রেটারি, যুক্তরাজ্য আওয়ামী লীগ, সাজেদুর রহমান ফারুক, সাধারণ সম্পাদক, যুক্তরাজ্য আওয়ামী লীগ,জামাল খান, যুক্তরাজ্য যুবলীগ ,মোঃ কামাল আহমেদ, নেতা, যুক্তরাজ্য। যুবলীগ এ ছাড়া যুক্তরাজ্য আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী সমাবেশে যোগ দেন।
বক্তারা বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া এই রায় সম্পূর্ণ ভিত্তিহীন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি চরম আঘাত। তারা উল্লেখ করেন, দেশ-বিদেশের গণতন্ত্রকামী মানুষ কখনোই এ ধরনের অন্যায় রায় মেনে নেবে না।
তারা আরও বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রবাসীদের প্রতিবাদ অব্যাহত থাকবে এবং আন্তর্জাতিক মহলে সত্য তুলে ধরতে সম্মিলিতভাবে কাজ করা হবে।
বিক্ষোভকারীরা তিনটি প্রধান দাবি উত্থাপন করেন—
শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া প্রহসনমূলক রায় বাতিল করতে হবে।
অবৈধ ক্ষমতা দখলকারী ইউনুস গং-এর স্বৈরাচারী কর্মকাণ্ডের আন্তর্জাতিক তদন্ত নিশ্চিত করতে হবে।
গণতন্ত্র ও সংবিধান রক্ষায় বিশ্ব সম্প্রদায়কে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
সমাবেশ শেষে একটি শান্তিপূর্ণ মিছিল আলতাব আলী পার্ক চত্বর প্রদক্ষিণ করে পুনরায় পার্কে এসে সমাপ্ত হয়।