পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত্ব বিমান পরিবহন সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস (পিআইএ) বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। আগামী ১ অক্টোবর এক নিলামের মাধ্যমে এটি বিক্রি করা হবে।
মঙ্গলবার পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলি প্রাইভেটাইজেশন কমিটির বরাত দিয়ে দ্য ইকোনমিকস টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে জানান হয়, পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস বেসরকারি খাতে পরিচালনার জন্য নিলামের মাধ্যমে বিক্রি হবে এবং আগামী ১ অক্টোবর এই নিলাম অনুষ্ঠিত হবে।
ন্যাশনাল অ্যাসেম্বলি প্রাইভেটাইজেশন কমিটির চেয়ারম্যান ফারুক সাত্তার জানিয়েছেন, এই নিলাম অনুষ্ঠান লাইভ দেখানো হতে পারে। ৬টি কোম্পানি এই নিলামে অংশ নেবে।