বিএনপির কর্মী সম্মেলনে ভূয়া ভূয়া স্লোগান দিয়ে সম্মেলন বর্জন করেছে বিএনপির একাংশ।

ফরিদপুরের আলফাডাঙ্গায় বিএনপির কর্মী সম্মেলন রূপ নিল নাটকীয়তায়। সম্মেলনের মাঝপথে ‘ভুয়া, ভুয়া’ স্লোগান তুলে সভাস্থল ছেড়ে বেরিয়ে গেলেন বিএনপির একাংশের নেতা-কর্মীরা। নেতৃত্বে ছিলেন সদ্য বিলুপ্ত আলফাডাঙ্গা পৌর বিএনপির সদস্য সচিব এস এম খোসবুর রহমান খোকন। তার নেতৃত্বে বেরিয়ে যাওয়া কর্মীদের সঙ্গে সঙ্গে হলরুম প্রায় ফাঁকা হয়ে যায়।
আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির কর্মী সম্মেলনে সভাপতির আসনে বসেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম। এ নিয়েই মূলত বিস্ফোরণ ঘটে। ঝুনু গ্রুপ নামে পরিচিত বিএনপির আরেক প্রভাবশালী ধারা—যার দৃশ্যমান নেতৃত্বে রয়েছেন সামচুদ্দিন মিয়া ঝুনু—এ সিদ্ধান্ত মানতে নারাজ। তাদের মতে, নাসিরুল ইসলামকে সভাপতি করা “একতরফা” এবং “গোষ্ঠীগত সুবিধা” নির্ভর।
বর্জনকারী এস এম খোসবুর রহমান খোকন মূলত সামচুদ্দিন মিয়া ঝুনুর ঘনিষ্ঠ সহযোগী। সম্মেলন বর্জনের সময় তারা খন্দকার নাসিরুল ইসলামকে উদ্দেশ করে তীব্র স্লোগান দেন। তারা বেরিয়ে গেলে নাসির গ্রুপের সমর্থকর নাসিরের স্লোগান দিতে থাকে কিছু সময় পরে খন্দকার নাসির তার সমাপনি বক্তব্য শেষ করে সভার সমাপ্তি ঘোষনা করেন, উপস্থিতদের কেউ কেউ বলেন, এ দৃশ্য দেখে বোঝা গেল ফরিদপুর-১ আসনে বিএনপির রাজনীতির দুই মেরু—নাসিরুল ইসলাম গ্রুপ ও ঝুনু গ্রুপ—মুখোমুখি অবস্থানে চলে গেছে।
উল্লেখ্য, কর্মী সম্মেলনের প্রধান অতিথি ছিলেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদারেস আলী ঈসা এবং বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন। তবে ঝুনু গ্রুপের বর্জনের পর অনুষ্ঠান শেষ পর্যন্ত গা-ছাড়া ভঙ্গিতে শেষ হয়।